Video: পায়ের খেলা দেখেছে বিশ্ব, এবার দুর্গার সামনে আরতির থালা হাতে রোনাল্ডিনহো
Ronaldinho in Kolkata: শুধু আরতিই নয়, আরতি করার আগে প্রতিমার পায়ে ফুলও অর্পণ করতে দেখা গেল রোনাল্ডিনহোকে। কীভাবে তা করতে হবে দেখিয়ে দেন সুজিত বসুই। দেখিয়ে দেন কেমন করে আরতি করতে হয়। প্রদীপ, ফুলে ভরা মাটির থালা হাতে একেবারে অন্যরূপে ব্রাজিলিয়ান তারকাকে দেখা গেল দ্বিতীয়ায়।
পুজোর কলকাতায় কিংবদন্তী ফুটবলার রোনাল্ডিনহো। রবিবারই কলকাতায় পা রেখেছেন তিনি। বুধবার অবধি উৎসবের কলকাতাই ঠিকানা ব্রাজিলিয়ান এই তারকার। আজ সোমবার দিনভর ঠাসা কর্মসূচি রোনাল্ডিনহোর। কলকাতার অন্যতম সেরা পুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে আরতি করতে দেখা গেল তাঁকে। পাশে দাঁড়িয়ে মন্ত্রী সুজিত বসু। যিনি শ্রীভূমি স্পোর্টিংয়ের উদ্যোক্তা।
শুধু আরতিই নয়, আরতি করার আগে প্রতিমার পায়ে ফুলও অর্পণ করতে দেখা গেল রোনাল্ডিনহোকে। কীভাবে তা করতে হবে দেখিয়ে দেন সুজিত বসুই। দেখিয়ে দেন কেমন করে আরতি করতে হয়। প্রদীপ, ফুলে ভরা মাটির থালা হাতে একেবারে অন্যরূপে ব্রাজিলিয়ান তারকাকে দেখা গেল দ্বিতীয়ায়।
শ্রীভূমির দুর্গাপুজো মানেই উপচে পড়া মানুষের ভিড়। প্রতি বছরই ভিড় বেড়ে চলেছে। এবার মহালয়ার দিন থেকেই মানুষের ভিড় নজরে আসছে। মন্ত্রী সুজিত বসু এদিন জানান, দু’দিনেই ২ লক্ষ মানুষ এসেছেন শ্রীভূমির থিম পুজো দেখতে। আজ দ্বিতীয়ায় আবার ভিড়ের ঠেলা দ্বিগুন। ফুটবল তারকা রোনাল্ডিনহোকে দেখতে বহু ভক্ত এদিন হাজির হন শ্রীভূমি চত্বরে।