West Bengal Budget: বাজেটে বিধায়ক তহবিলে বাড়ল বরাদ্দ, এবার MLA পিছু ৭০ লাখ টাকা
Bengal Budget 2023: আগামী অর্থবর্ষ থেকেই এই নতুন বরাদ্দ কার্যকর হবে। এর জন্য রাজ্য বাজেটে ৩০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব পাঠ করেন চন্দ্রিমা ভট্টাচার্য।
কলকাতা: রাজ্য বাজেটে (West Bengal Budget) বিধায়ক তহবিলের বাৎসরিক বরাদ্দ বাড়ানোর কথা ঘোষণা করা হল। বিধায়কদের নিজেদের এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বর্তমানে বছরে ৬০ লাখ করে বরাদ্দ করা হয়। এবার তা বাড়িয়ে বছরে ৭০ লাখ টাকা করার কথা জানালেন রাজ্যের অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। আগামী অর্থবর্ষ থেকেই এই নতুন বরাদ্দ কার্যকর হবে। এর জন্য রাজ্য বাজেটে ৩০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব পাঠ করেন চন্দ্রিমা ভট্টাচার্য। মন্ত্রী জানান, বিধায়কদের নিজেদের এলাকার উন্নয়নের স্বার্থেই এই তহবিলের বরাদ্দ বাড়ানো হল। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, এই বরাদ্দ বাড়ানোর ফলে আগামী দিনে বিধায়করা নিজেদের এলাকার উন্নয়নের কাজে আরও গতি আনতে পারবেন।
যদিও রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধায়ক তহবিলের এই বরাদ্দকে বাড়ানোর বিষয়টিকে কটাক্ষ করেছেন। তাঁর মতে, বিধায়কদের অর্থবৃদ্ধি হাততালি কুড়ানোর জন্য। বললেন, ‘বিধায়কদের ৬০ লাখ টাকার বদলে ৭০ লাখ টাকার প্রস্তাব দেওয়া হল। আপনারা ভাবতে পারেন, বিধায়করা হয়ত হাতেই পেয়ে গেল। কিন্তু ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবর্ষে বিধায়কদের এলাকা উন্নয়নের তহবিলে দুই অর্থবর্ষ মিলিয়ে এখনও ১ কোটি ২০ লাখ টাকা পাওয়ার কথা। আমি বিজেপির বিধায়কদের তরফে বলতে পারি, সমস্ত স্কিম বিডিও, পুরসভা ও পুরনিগমে জমা দেওয়ার পরেও মাত্র ৩০ লাখ টাকার কাজ হয়েছে। ৯০ লাখ টাকার কাজ হয়নি। এই দশ লাখ টাকা বাড়ানোর ফলে শুধুই হাততালি কুড়ানো ও বিধায়কদের উপর জনগণের চাপ যাতে আরও বাড়ে, সেই ব্যবস্থা করা হয়েছে।’
প্রসঙ্গত, রাজ্য বিধানসভায় বিধায়ক উন্নয়ন তহবিল সংক্রান্ত যে স্ট্যান্ডিং কমিটি রয়েছে, সেই কমিটির চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। যখন বিধায়ক উন্নয়ন তহবিলের এই বড় ঘোষণা করা হচ্ছে রাজ্য বাজেটে, তখন তিনি বিধানসভায় অনুপস্থিত। ২১ জানুয়ারি ধর্মতলায় আইএসএফ-এর এক কর্মসূচিতে পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তির পর গ্রেফতার হয়েছিলেন তিনি। তারপর থেকে এখনও জামিন পাননি।