Rujira Banerjee: ৮ ঘণ্টারও বেশি সময় পর ইডির অফিস থেকে বেরলেন রুজিরা
ED Office: বুধবার বেলা ১১টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির অফিসে ডেকে পাঠানো হয়েছিল রুজিরাকে। এর আগেও অন্যান্য মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হয়েছেন তিনি। তবে এবার রুজিরাকে ডেকে পাঠানো হয়েছিল নিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য।
কলকাতা: প্রায় ৮ ঘণ্টার কিছু বেশি সময় পর ইডির অফিস থেকে বেরলেন রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়। বুধবার বেলা ১১টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির অফিসে ডেকে পাঠানো হয়েছিল রুজিরাকে। এর আগেও অন্যান্য মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হয়েছেন তিনি। তবে এবার রুজিরাকে ডেকে পাঠানো হয়েছিল নিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য। নির্ধারিত সময়ের কিছু আগেই এদিন ইডির অফিসে পৌঁছে গিয়েছিলেন তিনি। এরপর আট ঘণ্টারও কিছু বেশি সময় পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিস থেকে বেরলেন তিনি।
প্রসঙ্গত, সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের মা ও বাবাকেও ইডি ডেকে পাঠিয়েছিল। তবে অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ও মা লতা বন্দ্যোপাধ্যায় দু’জনের কেউই ইডির অফিসে যাননি। সূত্রের খবর, অভিষেকের বাবা ইডিকে জানিয়েছেন বিশেষ কারণে তিনি যেতে পারেননি। অন্যদিকে লতা বন্দ্যোপাধ্যায়ও নিজে ইডি অফিসে উপস্থিত না থাকলেও, আইনজীবী মারফত নিজের চিঠি পাঠিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। এরপর আজ রুজিরা ইডি অফিসে যাবেন কি না, সেই দিকে নজর ছিল সকলের। তবে নির্ধারিত সময় বেলা ১১টার কিছু সময় আগেই তিনি পৌঁছে যান সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। ইডির তদন্তকারী অফিসারদের প্রশ্নোত্তর পর্বের মুখোমুখি হয়ে সন্ধে সাতটার কিছু পরে তিনি বেরিয়ে যান সিজিও থেকে।
উল্লেখ্য, সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ খুলেছেন পরিবারের সদস্যদের ইডির ডেকে পাঠানো প্রসঙ্গে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে অপব্যবহারের অভিযোগ তুলেছেন তিনি কেন্দ্রের বিরুদ্ধে। অভিষেকের বক্তব্য, রাজনৈতিকভাবে পেরে না উঠেই এসব করা হচ্ছে। তবে পরিবারকে ডেকে পাঠালেও তাঁকে দমানো যাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক।