Calcutta High Court: মণিপুর হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মুরলিধরনকে কলকাতা হাইকোর্টে বদলির সুপারিশ

Calcutta High Court: মণিপুর হাইকোর্টে তাঁর একটি রায় ঘিরে জোর বিতর্ক ছড়িয়েছিল। এবার সেই বিচারপতি এমভি মুরলিধরণকে বদলি করা হচ্ছে কলকাতা হাইকোর্টে। সম্প্রতি সুপ্রিম কোর্টের কলেজিয়াম তাঁকে কলকাতা হাইকোর্টে বদলির সুপারিশ করেছে।

Calcutta High Court: মণিপুর হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মুরলিধরনকে কলকাতা হাইকোর্টে বদলির সুপারিশ
কলকাতা হাইকোর্টImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 11, 2023 | 7:37 PM

কলকাতা: মণিপুর হাইকোর্টে তাঁর একটি রায় ঘিরে জোর বিতর্ক ছড়িয়েছিল। এবার সেই বিচারপতি এমভি মুরলিধরণকে বদলি করা হচ্ছে কলকাতা হাইকোর্টে। সম্প্রতি সুপ্রিম কোর্টের কলেজিয়াম তাঁকে কলকাতা হাইকোর্টে বদলির সুপারিশ করেছে। উল্লেখ্য, বিচারপতি এমভি মুরলিধরণ মণিপুর হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন। গত জুলাইয়ে সুপ্রিম কোর্টের কলেজিয়াম দিল্লি হাইকোর্টের বিচারপতি সিদ্ধার্থ মৃদুলকে মণিপুর হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করার সুপারিশ করে। তবে কেন্দ্রের থেকে তাঁর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা এখনও বাকি। গত ৯ অক্টোবর অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি সুপ্রিম কোর্টে জানিয়েছেন, কেন্দ্র এই বিষয়ে দ্রুত পদক্ষেপ করবে। আর এসবের মধ্যেই এবার বিচারপতি এমভি মুরলিধরণকে কলকাতা হাইকোর্টে বদলির সুপারিশ করল কলেজিয়াম।

প্রসঙ্গত, বিচারপতি এমভি মুরলিধরণ কলেজিয়ামের কাছে অনুরোধ করেছিলেন, তাঁকে যেন মাদ্রাস হাইকোর্টে বদলি করা হয়। তবে সেই অনুরোধে শেষ পর্যন্ত মান্যতা দিল না সুপ্রিম কোর্টের কলেজিয়াম। কলকাতা হাইকোর্টে তাঁকে বদলির সুপারিশ করা হয়েছে। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের তরফে ১১ অক্টোবর এক বিবৃতিতে জানানো হয়েছে, বিচারপতি যে অনুরোধ করেছেন, তার কোনও গ্রহণযোগ্যতা খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই কারণে কলেজিয়াম ৯ অক্টোবর বিচারপতি এম ভি মুরলিধরণকে কলকাতা হাইকোর্টে বদলির জন্য সুরাপিশ করছে।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে বিচারপতি এম ভি মুরলিধরনের একটি রায় ঘিরে চরম বিতর্ক তৈরি হয়েছিল। পরিস্থিতি এমন হয়েছিল, যে সুপ্রিম কোর্টকেও বিষয়টিতে হস্তক্ষেপ করতে হয়েছিল। এসবের মধ্যেই কলেজিয়াম দিল্লি হাইকোর্টের বিচারপতি সিদ্ধার্থ মৃদুলকে মণিপুর হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে পাঠানোর সুপারিশ করেছিল।