Dengue before Puja: পুজোর মুখে বাড়ছে চিন্তা, নবান্নের বৈঠকে ডেঙ্গি দমনে কী কী নির্দেশ দিলেন মুখ্যসচিব?

Dengue before Puja: রাজ্যে ডেঙ্গির প্রকোপ এখন কমতির দিকে। পরিসংখ্যান বলছে এমনই। উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় বন্যার জল নামতে শুরু করেছে, সেক্ষেত্রে ওইসব এলাকায় ব্লিচিং পাউডার ছড়ানো সহ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Dengue before Puja: পুজোর মুখে বাড়ছে চিন্তা, নবান্নের বৈঠকে ডেঙ্গি দমনে কী কী নির্দেশ দিলেন মুখ্যসচিব?
নবান্নImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 11, 2023 | 7:18 PM

কলকাতা: হু হু করে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি ও একের পর এক মৃত্যুর খবরে উদ্বেগ ক্রমেই বাড়ছিল। কলকাতা থেকে গ্রাম বাংলা, সর্বত্রই দেখা যাচ্ছিল ডেঙ্গির বাড়াবাড়ির ছবি। এরইমধ্যে এবার পুজোর আগে ডেঙ্গি নিয়ে সতর্ক রাজ্য প্রশাসন। বুধবার সব জেলার জেলাশাসক, স্বাস্থ্য দফতরের আধিকারিক সহ পুলিশ প্রশাসনের কর্তাদের নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব। সূত্রের খবর, নজরদারি বাড়ানো সহ ডেঙ্গি প্রতিরোধে কোন‌ও রকম শিথিলতা যাতে না দেখানো হয় সেটা নিশ্চিত করতে বলা হয়েছে। 

পুরসভা এলাকার কাউন্সিলরদের নিজ নিজ এলাকার দিকে নজর দিতে হবে। পেরি আর্বান এরিয়া বা শহরতলী এলাকার দিকেও বিশেষ নজর দিতে নির্দেশ দেওয়া হয়েছে বৈঠক থেকে। প্রয়োজনে জেলাশাসকরা কাউন্সিলরদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করবেন। ১৪ অক্টোবর মহালয়া। ঠিক তারপরই ১৫ থেকে ১৬ অক্টোবর বিশেষ ডেঙ্গি অভিযান চলবে রাজ্যজুড়ে। জানা যাচ্ছে এমনই।

যদিও রাজ্যে ডেঙ্গির প্রকোপ এখন কমতির দিকে। পরিসংখ্যান বলছে এমনই। উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় বন্যার জল নামতে শুরু করেছে, সেক্ষেত্রে ওইসব এলাকায় ব্লিচিং পাউডার ছড়ানো সহ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া জেলার কিছু কিছু এলাকা থেকে এখনও ডেঙ্গি আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। ফলে সেই সব এলাকায় পুজোর দিনেও নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এমনই খবর নবান্ন সূত্রে।