Sheikh Shahjahan-Sandeshkhali: ‘আল্লাহ আছে… বিচার হবেই’, গ্রেফতারির ৮ দিন পর মুখ খুললেন শাহজাহান

Sheikh Shahjahan: রাজ্য পুলিশ প্রথমে তাঁকে গ্রেফতার করলেও কলকাতা হাইকোর্টের নির্দেশে তাঁকে হেফাজতে পেয়েছে সিবিআই। শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে কেন ইডি অফিসারদের হামলার শিকার হতে হল, তার তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা। একগুচ্ছ প্রশ্ন সাজানো হলেও মুখ খুলছেন না শাহজাহান।

Sheikh Shahjahan-Sandeshkhali: 'আল্লাহ আছে... বিচার হবেই', গ্রেফতারির ৮ দিন পর মুখ খুললেন শাহজাহান
নিজাম প্যালেস থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বের করা হয় শাহজাহানকেImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 08, 2024 | 12:54 PM

কলকাতা: গত সপ্তাহে পুলিশে জালে ধরা পড়েন শেখ শাহজাহান। ৫৫ দিন তিনি কোথায় ছিলেন? পুলিশের চোখে ফাঁকি দিয়ে তিনি দিনের পর দিন কীভাবে ঘুরে বেড়ালেন? সেই প্রশ্নের উত্তর এখনও অধরা। গ্রেফতারির পর থেকে সংবাদমাধ্যম বারবার এসব প্রশ্ন করলেও মুখ খোলেননি শাহজাহান। ৮ দিন পর অবশেষে উত্তর দিলেন তিনি। বর্তমানে নিজাম প্যালেসে সিবিআই হেফাজতে রয়েছেন শাহজাহান। আজ শুক্রবার স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে বের করে নিয়ে যাওয়া হয়। সেই সময় সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে উত্তর দেন তিনি।

আধিকারিকরা যখন নিজাম থেকে বের করে গাড়িতে তুলছেন তাঁকে, সেই সময় সাংবাদিকরা প্রশ্ন করেন, আপনি এতদিন কোথায় ছিলেন? আপনার বিরুদ্ধে তো অনেক অভিযোগ? এর উত্তরে তিনি বলেন, ‘সব মিথ্যা, সব মিথ্যা।’ আরও বললেন, ‘প্রমাণ হবে। আল্লাহ আছে, বিচার একদিন হবে।’

রাজ্য পুলিশ প্রথমে তাঁকে গ্রেফতার করলেও কলকাতা হাইকোর্টের নির্দেশে তাঁকে হেফাজতে পেয়েছে সিবিআই। শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে কেন ইডি অফিসারদের হামলার শিকার হতে হল, তার তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা। সূত্রের খবর, দফায় দফায় জেরা করা হচ্ছে অভিযুক্তকে। একগুচ্ছ প্রশ্ন সাজানো হলেও মুখ খুলছেন না শাহজাহান। তাঁর মুখ থেকে কথা বের করতে একের পর এক কৌশল সাজাচ্ছে সিবিআই।

শুক্রবার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকা ইএসআই-তে নিয়ে যাওয়া হয়েছিল শেখ শাহজাহানকে। ১ ঘণ্টা ১০ মিনিট পরে শারীরিক পরীক্ষা শেষে ফের নিজাম প্যালেসে নিয়ে বের করে নিয়ে যাওয়া হয় তাঁকে। এদিকে, তাঁকে হেফাজতে পাওয়ার পর সরেজমিনে তদন্ত করতে দফায় দফায় সন্দেশখালি যাচ্ছেন সিবিআই আধিকারিকরা।