RG Kar: ‘আমার মেয়েকে এই হাসপাতলে নাইট ডিউটিতে পাঠাবো কি না ভাবব’, বললেন শান্তনু জায়া

RG Kar: আজ প্রতিক্রিয়া কাকলি সেন বলেন, "আমি যখন এখানে পড়াশোনা করতাম তখন এরকম নিরাপত্তার অভাব ছিল না।। আমার বাড়িঘর ছিল এই হাসপাতাল। কিন্তু এখন আমার মেয়েকেও এই হাসপাতলে নাইট ডিউটি করতে পাঠাবো কি না তা নিয়ে চিন্তা করব।"

RG Kar: 'আমার মেয়েকে এই হাসপাতলে নাইট ডিউটিতে পাঠাবো কি না ভাবব', বললেন শান্তনু জায়া
কাকলি সেন, শান্তনু সেনের স্ত্রীImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 12, 2024 | 7:09 PM

কলকাতা: আরজি কর-কাণ্ডে এবার মুখ খুললেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের স্ত্রী কাকলী সেন। তিনি আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তনী। নিজে একজন চক্ষু বিশেষজ্ঞ। তিনিই এার বিস্ফোরক। নির্যাতিতা তাঁর মা-বাবাকে হাসপাতাল নিয়ে যা যা বলেছেন, সেই বিষয়টিই সমর্থন করলেন শান্তনু-জায়া। বললেন, নিশ্চয়ই এমন কিছু ঘটনা তিলোত্তমার সঙ্গে ঘটেছিল যার জন্যই তিনি এই ধরনের ঘৃণ্য কিছু হবে তা আশঙ্কা করেছিলেন।

আজ প্রতিক্রিয়া কাকলি সেন বলেন, “আমি যখন এখানে পড়াশোনা করতাম তখন এরকম নিরাপত্তার অভাব ছিল না।। আমার বাড়িঘর ছিল এই হাসপাতাল। কিন্তু এখন আমার মেয়েকেও এই হাসপাতলে নাইট ডিউটি করতে পাঠাবো কি না তা নিয়ে চিন্তা করব। কারণ আমার মেয়েকেও নাইট ডিউটি করতে হয়।” তিনি আরও বলেন, “যে ঘটনা ঘটেছে তা একটা মেয়েই আগে থেকে আঁচ করতে পারে। কোথাও ভয় থেকে নিজের বিশেষ বন্ধুকে বিষয়টি জানিয়েছিলেন তিনি। কিছু একটা আগে হয়েছিল যে কারণে তিলোত্তমা আশঙ্কিত ছিলেন। আর সেটাই ঘটে গেল।”

উল্লেখ্য, গত সোমবার আরজি করে এক চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে। নৃশংস এই ঘটনার প্রতিবাদে উত্তাল বাংলা। পথে নেমেছেন পড়ুয়া থেকে শুরু করে আইনজীবী মহল, বুদ্ধিজীবীরা। কলকাতা শহরের বুকে হাসপাতালের ভিতরে কীভাবে নারী নিগ্রহ হতে পারে সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে। কেউ ভাবতেই পারছেন না এমন ঘটনার কথা। ইতিমধ্যে এক সিভিক ভলান্টিয়ার গ্রেফতার হয়েছে। তবে, সে একাই নাকি এর সঙ্গে আরও কেউ কেউ যুক্ত আছে তার তদন্ত চলচ্ছে।