Sealdah Station: কয়েকদিনের হয়রানির ‘পুরস্কার’, শিয়ালদহর ৩ প্ল্যাটফর্মে এবার খুশির খবর

Sealdah Station: ভারতের ব্যস্ততম রেলস্টেশনগুলির মধ্যে অন্যতম স্টেশন শিয়ালদহ। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীর যাতায়াত। সেই কারণে পূর্ব রেলের পক্ষ থেকে যাত্রীদের সুবিধার জন্য পরিষেবাকে উন্নত করার চেষ্টা করা হচ্ছে ক্রামাগত।

Sealdah Station: কয়েকদিনের হয়রানির 'পুরস্কার', শিয়ালদহর ৩ প্ল্যাটফর্মে এবার খুশির খবর
ট্রেন বাতিল Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 22, 2024 | 6:25 PM

কলকাতা: বেশ কয়েকদিন আগে শিয়ালদহ স্টেশনের কয়েকটি প্ল্যাটফর্মে কাজ শুরু হয়েছিল। সেই সময় যাত্রীদের একাংশের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল রেলকে। তবে এবার যাত্রীদের জন্য সুখবর। শিয়ালদহ স্টেশনে ১,২,৫ নম্বর প্লাটফর্ম থেকে ১২ কোচের এইএমএউ (EMU) লোকাল চালু হয়েছে। আর কয়েক দিনের মধ্যে ৩,৪ নম্বর প্লাটফর্ম থেকেও শুরু হবে বারো কোচের ট্রেন চলাচল। এখন আপাতত সম্পসারণের কাজ চলছে সেখানে।

ভারতের ব্যস্ততম রেলস্টেশনগুলির মধ্যে অন্যতম স্টেশন শিয়ালদহ। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীর যাতায়াত। সেই কারণে পূর্ব রেলের পক্ষ থেকে যাত্রীদের সুবিধার জন্য পরিষেবাকে উন্নত করার চেষ্টা করা হচ্ছে ক্রামাগত। আর এই প্রচেষ্টারই নতুন সংযোজন শিয়ালদহ স্টেশনের অত্যাধুনিক ‘ইলেকট্রনিক ইন্টারলকিং কেবিনের’ প্রতিস্থাপন।

শিয়ালদহ থেকে প্রতিদিন প্রায় ৮৯২ টি লোকাল ট্রেন চলাচল করে। তবে প্লাটফর্মে দৈর্ঘ্য কম থাকার জন্য স্টেশনের এক থেকে পাঁচ নম্বর প্লাটফর্ম পর্যন্ত ১২ কোচের ট্রেন চালানো যেত না। আগে ৬ এবং ৭ নম্বর প্লাটফর্ম থেকে বারো কোচের ইএমইউ লোকাল চলত। সেই কারণে যাত্রীরা অনেকাংশেই ক্ষোভ প্রকাশ করতেন। বারো কোচের ট্রেনের জন্যই ৬ এবং ৭ নম্বর প্ল্যাটফর্মে ছুটতে হত তাঁদের। এরপরই স্টেশন সম্প্রসারণের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

মূলত এই প্ল্যাটফর্মগুলি থেকে বারসত, ব্যারাকপুর,শান্তিপুর, নৈহাটি, শ্যামনগর, বনগাঁও, ডানকুনি, সোদপুর, খড়দহ সহ বিভিন্ন স্থানের যাত্রীরা যাতায়াত করে থাকেন। আর ৯ কোচের পরিবর্তে ১২ কোচের ট্রেন চলার ফলে প্রতি ট্রেনে প্রায় ১০০০ জন অতিরিক্ত যাত্রী যাতায়াত করতে পারবেন বলে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রায় ২৫ শতাংশ যাত্রী অতিরিক্ত যাতায়াত করতে পারবেন।

পূর্ব রেলওয়ের জনসংযোগ বিভাগের মুখপাত্র শ্রী কৌশিক মিত্র জানিয়েছেন, “পূর্ব রেলওয়ে নির্ভরযোগ্য ও যাত্রী-কেন্দ্রিক রেল পরিষেবা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ১, ২ ও ৫ নম্বর প্ল্যাটফর্মের ১২ কোচের ট্রেন চালু হওয়ার ফলে যাত্রীরা আরও সুবিধাজনক এবং নিরাপদভ্রমণ করতে পারবে।”