Coldest Day: ৫৪ বছরে মার্চের দ্বিতীয় শীতলতম দিন, বড় রেকর্ড কলকাতায়
Coldest Day: এদিন মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনের সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে বড়সড় পারাপতন দেখা গিয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।
কলকাতা: দিনভর বৃষ্টি, একধাক্কায় নামল সর্বোচ্চ তাপমাত্রা। ৫৪ বছরে কলকাতায় মার্চের দ্বিতীয় শীতলতম দিন আজ। এমনটাই বলছে হাওয়া অফিস। ২০০৩ সালের ১৩ মার্চ আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.৩ ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২১.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১৩ ডিগ্রি কম। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। শুধু কলকাতা নয়, গোটা দক্ষিণবঙ্গই পড়েছে নিম্নচাপের গ্রাসে। ফলত, বৃষ্টি হচ্ছে প্রায় সব জেলাতেই। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ঘোরাফেরা করছে ৪৬ থেকে ৯৬ শতাংশের আশপাশে। রেহাই নেই উত্তরেরও। পার্বত্য এলাকাগুলিতে চলছে বৃষ্টি। রোদ ওঠেনি, দিনে ঠান্ডা উত্তরবঙ্গেও।
এদিন মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনের সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে বড়সড় পারাপতন দেখা গিয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। কোচবিহারে এদিন সর্বোচ্চ তাপমাত্রা দেখা গিয়েছে ২১.১ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ২১.৫ ডিগ্রি সেলসিয়াস।
কোচবিহার, জলপাইগুড়ির পাশাপাশি বুধবার সকাল থেকে বৃষ্টিতে ভিজেছে দক্ষিণ দিনাজপুরও। বৃষ্টিতে জনজীবন ব্যাহত হয়েছে। এদিকে সামনেই আবার লোকসভা ভোট। কিন্তু, বৃষ্টির জেরে সব দলেরই ভোট প্রচার বাধা পেয়েছে। কখনও হালকা, কখনও মাঝারি বৃষ্টির দাপট চলেছে দিনভর। রাতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তবে হাওয়া অফিস জানাচ্ছে বৃহস্পতিবার দুপুরের পর থেকে কমে আসবে বৃষ্টির দাপট। তবে শুক্রবার পর্যন্ত মোটের উপর হালকা বৃষ্টির ছবি দেখা যাবে গোটা বাংলাতেই।