Coochbehar: নিশীথ-উদয়নের মধ্যে কী হয়েছিল? কমিশনের দুয়ারে গেল কোচবিহারের রিপোর্ট
Election Commission: মঙ্গলবার রাতে একেবারে তুলকালাম কাণ্ড বেধে গিয়েছিল কোচবিহারে। প্রকাশ্য রাস্তায় সদলবলে বচসায় জড়িয়ে পড়েছিলেন দুই মন্ত্রী। একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। অন্যদিকে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সব জায়গায় যখন আদর্শ আচরণবিধি জারি হয়ে গিয়েছে, তখন কোচবিহারের এই পরিস্থিতি গুরুত্ব দিয়ে দেখছে জাতীয় নির্বাচন কমিশন।
কলকাতা: কোচবিহারের ঘটনার প্রেক্ষিতে এবার রিপোর্ট পৌঁছল এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। সামনেই লোকসভা নির্বাচন। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। প্রথম দফাতেই ভোট রয়েছে কোচবিহারে। ১৯ এপ্রিল। এক মাসেরও কম সময় বাকি। এসবের মধ্যেই মঙ্গলবার রাতে একেবারে তুলকালাম কাণ্ড বেধে গিয়েছিল কোচবিহারে। প্রকাশ্য রাস্তায় সদলবলে বচসায় জড়িয়ে পড়েছিলেন দুই মন্ত্রী। একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। অন্যদিকে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সব জায়গায় যখন আদর্শ আচরণবিধি জারি হয়ে গিয়েছে, তখন কোচবিহারের এই পরিস্থিতি গুরুত্ব দিয়ে দেখছে জাতীয় নির্বাচন কমিশন।
কোচবিহারে গতরাতের ওই ঝামেলার পরই কড়া পদক্ষেপ করেছে কমিশন। গতরাতে ঠিক কী ঘটেছিল, সে বিষয়ে কোচবিহারের জেলাশাসকের থেকে রিপোর্ট তলব করেছিল কমিশন। কোচবিহারের সেই ঘটনায় ইতিমধ্যেই জেলাশাসকের থেকে রিপোর্ট পৌঁছে গিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। কমিশন সূত্রে খবর, সেই রিপোর্ট তারা ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের অফিসে।
উল্লেখ্য, কোচবিহারে গতরাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। আজই কলকাতা থেকে বাগডোগরা হয়ে কোচবিহারে গিয়েছেন তিনি। সেখানে গিয়ে আমজনতার সঙ্গে কথা বলে গ্রাউন্ড জিরোর বাস্তব চিত্র বোঝার চেষ্টায় রয়েছেন রাজ্যপাল বোস। মঙ্গলবার রাতে কোচবিহারের গোলমালের ঘটনা প্রসঙ্গে রাজ্য পুলিশের ডিজির থেকে তিনি একটি বিস্তারিত রিপোর্ট তলব করেছেন এবং প্রাথমিক একটি রিপোর্ট ইতিমধ্য়েই তাঁর কাছে রয়েছে। এসবের মধ্যেই এবার কোচবিহারের জেলাশাসকের দফতর থেকে কোচবিহারের ঘটনা প্রসঙ্গে রিপোর্ট গেল কমিশনের অফিসে। এখন দেখার এই রিপোর্ট খতিয়ে দেখার পর কী পদক্ষেপ করে কমিশন।