Local Train : বর্ধমানের পর একগুচ্ছ লোকাল বাতিল শিয়ালদায়, তালিকায় কোন কোন ট্রেন?
Local Train : সপ্তাহান্তে বড় ভোগান্তির আশঙ্কা। শনিবার বাতিল থাকছে 31443 আপ শিয়ালদা-নৈহাটি লোকাল। বাতিল থাকছে 31450 ডাউন নৈহাটি-শিয়ালদা (Naihati-Sealdah) লোকাল।

কলকাতা : ভেঙে ফেলা হচ্ছে বর্ধমান স্টেশনের (Bardhaman Station) কাছে পুরনো ওভারব্রিজ। তার জেরে বিগত কয়েক দিনে দফায় দফায় বাতিল হয়েছে হাওড়া-বর্ধমান, বর্ধমান-আসানসোল শাখায় একাধিক লোকাল ট্রেন। বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা। সমস্যা চলবে আগামী আরও বেশ কিছুদিন। এরইমধ্যে এবার লোকাল বাতিলের ঘোষণা শিয়ালদা (Sealdah Station) শাখায়। দমদম-নৈহাটির মধ্যে সেতু সংস্কারের কাজ চলবে। সে কারণেই ১১ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে ২২ ঘণ্টা শিয়ালদা থেকে একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ইতিমধ্যেই রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানানো হয়েছে। বাতিলের খাতায় থাকছে নৈহাটি, শান্তিপুর, কল্যাণী সীমান্তের মতো লোকাল।
শনিবার বাতিল থাকছে 31443 আপ শিয়ালদা-নৈহাটি লোকাল। বাতিল থাকছে 31450 ডাউন নৈহাটি-শিয়ালদা লোকাল। বাতিল 31629 আপ শিয়ালদা-রানাঘাট লোকাল। 31636 ডাউন রানাঘাট-শিয়ালদা লোকাল। বাতিল 31539 আপ শিয়ালদা-শান্তিপুর লোকাল। 31540 ডাউন শান্তিপুর-শিয়ালদা লোকাল। বাতিল 31192 আপ কল্যানী সীমান্ত-নৈহাটি লোকাল।
রবিবার বাতিল থাকছে 31411, 31471, 31415, 31419, 31429 আপ শিয়ালদা-নৈহাটি লোকাল। বাতিল 31414, 31418, 31420, 31426, 31436 ডাউন নৈহাটি-শিয়ালদা লোকাল। বাতিল 31611, 31615, 31617 আপ শিয়ালদা-রানাঘাট লোকাল। বাতিল 31314, 31318, 31330, 31334 ডাউন রানাঘাট-শিয়ালদা লোকাল। রবিবার ১২ ফেব্রুয়ারি বাতিলের খাতায় থাকছে 31233, 31261 আপ শিয়ালদা-ব্যারাকপুর লোকাল। 31232, 31236 ডাউন ব্যারাকপুর-শিয়ালদা লোকাল। বাতিল 31513, 31525 আপ শিয়ালদা-শান্তিপুর লোকাল। বাতিল 31514, 31528 ডাউন শান্তিপুর-শিয়ালদা লোকাল। একইসঙ্গে বাতিল থাকছে 31815 আপ শিয়ালদা-কৃষ্ণনগর সিটি লোকাল। ডাউন 31814 কৃষ্ণনগর সিটি-শিয়ালদা লোকাল। বাতিল 31913, 31914 আপ ও ডাউন শিয়ালদা গেদে লোকাল। বাতিল 31191 নৈহাটি-কল্যাণী সীমান্ত লোকাল।





