রাজপথে লাল স্রোত, রাজ্যজোড়া দুর্নীতির প্রতিবাদে কলেজ স্ট্রিটে বিশাল ছাত্র সমাবেশ SFI-র

SFI: শুক্রবার সকাল থেকেই কলকাতার নানা প্রান্ত প্রান্ত থেকে মিছিল এসে মিলতে শুরু করেছে কলেজ স্ট্রিটে। মিছিল আসে শিয়ালদহ থেকে। মিছিল আসে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে।

রাজপথে লাল স্রোত, রাজ্যজোড়া দুর্নীতির প্রতিবাদে কলেজ স্ট্রিটে বিশাল ছাত্র সমাবেশ SFI-র
রাজপথে এসএফআই
Follow Us:
| Edited By: | Updated on: Sep 02, 2022 | 11:43 PM

কলকাতা: বর্তমানে গোটা দেশ ঘুরছে সিপিমের ছাত্র সংগঠন এসএফআইয়ের জাঠা। মূলত কেন্দ্রের নয়া শিক্ষানীতির প্রতিবাদে দেশব্যাপী এই জাঠার আয়োজন করা হয়েছে। কিন্তু, কলকাতায় প্রবেশের পরেই জাঠার প্রতিবাদের তীব্রতা যেন আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে। আনিস খান ইস্যু থেকে শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদে সরব হয়েছে বাংলার বাম ছাত্র-যুবরা। এদিকে পূর্ব নির্ধারিত কর্মসূচি মেনেই এদিন কলেজ স্ট্রিটে হচ্ছে বিশাল সমাবেশ। যেখানে যোগ দেওয়ার কথা রয়েছে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর। 

এদিন সকাল থেকেই কলকাতার নানা প্রান্ত প্রান্ত থেকে মিছিল এসে মিলতে শুরু করেছে কলেজ স্ট্রিটে। মিছিল আসে শিয়ালদহ থেকে। মিছিল আসে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে। এদিকে ২৯ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেয়ো রোডে বিশাল সমাবেশ করেছিল ঘাসফুল শিবির। যেথানে উপস্থিত ছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাল্টা দিতেই কলেজ স্ট্রিটে বিশাল সমাবেশের আয়োজন করেছে বামেরা। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একটা বড় অংশ।

Biman Basu

কলেজ স্ট্রিটে বিমান বসু

KEY HIGHLIGHTS

  1. গোটা কলেজস্ট্রিট কার্য ছাত্র যুবদের দখলে। দূর-দূরান্ত থেকে এসেছেন এসএফআইয়ের কর্মী সমর্থকরা।
  2. প্রতীকউর রহমান, দীপ্সিতা ধর, সন্দীপন দেব, সঙ্গীতা দাস সহ অন্যান্য এসএফআই নেতৃত্বদের এদিন সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে।
  3. মঞ্চে গান গাইলেন অর্ক মুখোপাধ্যায়। গলায় শোন গেল মহীনের ঘোড়াগুলির সুর।
  4. সমাবেশ মঞ্চে এসে পৌঁছলেন বিমান বসু।
  5. তৃণমূল-বিজেপি দুই দলই আরএসএসের পরিবারের অংশ। তাঁদের মধ্যে পারিবারিক সম্পর্ক রয়েছে। দুই দলের বিরুদ্ধে একমাত্র রাজনৈতিক বিরোধী দল আমরাই, বামপন্থীরা : দীপ্সিতা ধর।
  6. যদি রাস্তাগুলি আমাদের থাকে তবে আগামীদিনে লোকসভা, বিধানসভা, মমতা বন্দ্যোপাধ্যায়ের চোদ্দোতলা নব্বান্নও আমাদের হবে : দীপ্সিতা ধর
  7. এসএফআইয়ের ‘শিক্ষা বাঁচাও, সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানে মুখর গোটা কলেজ স্ট্রিট।