COVID Update: টেস্ট বাড়তেই একলাফে অনেকটা বাড়ল দৈনিক সংক্রমণ, ফের ৮০০ ছুঁইছুঁই রাজ্যের করোনা গ্রাফ
COVID 19 Cases in West Bengal: আজ ফের গতকালের তুলনায় বেড়েছে করোনা পরীক্ষা। আর তার সঙ্গে লাফিয়ে বেড়েছে দৈনিক সংক্রমণও।
কলকাতা: একদিনের সংক্রমণ গতকাল কিছুটা কমেছিল। তা দেখে অনেকেই স্বস্তি পেয়েছিলেন। কিন্তু গতকাল করোনা পরীক্ষাও কিছুটা কম হয়েছিল। আজ ফের গতকালের তুলনায় বেড়েছে করোনা পরীক্ষা। আর তার সঙ্গে লাফিয়ে বেড়েছে দৈনিক সংক্রমণও। স্বাস্থ্য দফতর প্রকাশিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী, সোমবার সকাল ৯ টা থেকে মঙ্গলবার সকাল ৯ টার মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭৮৮ জন। মৃত্যু হয়েছে ১২ জনের। পজিটিভিটি রেট ২.১২ শতাংশ।
রবিবার সুস্থ হয়ে বাড়ি ফিরে যান ৭৭৪ জন। সোমবার সেই সংখ্যা কমে দাঁড়িয়েছিল ৬৫৭-এ। আর আজ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৫৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৭ হাজার ২৪৮টি।
আলিপুরদুয়ার– গতকাল করোনা আক্রান্ত ৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
কোচবিহার– গতকাল আক্রান্ত ১০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
দার্জিলিং– গতকাল আক্রান্ত ১৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৩ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
কালিম্পং– গতকাল আক্রান্ত ৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩ জন। মৃত্যু:সোমবার-০, মঙ্গলবার-০।
জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-১।
উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ২৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-১।
মালদহ– গতকাল আক্রান্ত ২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ ৯ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-০।
মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
নদিয়া– গতকাল আক্রান্ত ২৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৬ জন। মৃত্যু: সোমবার-৩, মঙ্গলবার-১।
বীরভূম– গতকাল আক্রান্ত ৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-১।
পুরুলিয়া– গতকাল আক্রান্ত ২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-০।
ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৯ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৮ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ১২ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১৫ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
হাওড়া– গতকাল আক্রান্ত ৫০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬২ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
হুগলি– গতকাল আক্রান্ত ৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৭ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-০।
উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১৩৮ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩০ জন। মৃত্যু: সোমবার-৪, মঙ্গলবার-৪।
দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৩৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬০ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-০।
কলকাতা– গতকাল আক্রান্ত ১৪৯ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০৪ জন। মৃত্যু: সোমবার-৩, মঙ্গলবার-৪।
আরও পড়ুন: Srikanta Mahato: কেন এত অভিযোগ আসছে? মন্ত্রী শ্রীকান্তকে ভর্ৎসনা মমতার