BJP: বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থনের আবেদন শুভেন্দু-সুকান্তর, চিঠি তৃণমূল বিধায়ক-সাংসদদের

BJP: রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থন জানানোর আবেদন জানিয়ে শুভেন্দু ও সুকান্তের লেখা এই চিঠি যে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা নিয়ে কোনও সন্দেহ নেই। এই চিঠি নিয়েই রাজনৈতিক মহলে চলছে জোরদার চর্চা।

BJP: বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থনের আবেদন শুভেন্দু-সুকান্তর, চিঠি তৃণমূল বিধায়ক-সাংসদদের
Follow Us:
| Edited By: | Updated on: Jul 08, 2022 | 10:34 PM

পূর্ব মেদিনীপুর: রাজ্যের সমস্ত বিজেপি(BJP) সাংসদ ও বিধায়কদের সঙ্গে বৈঠক করতে শনিবার রাজ্যে আসছেন এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মূর্মু(Draupadi Murmu)। তার আগেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Mujumdar) ভোট চেয়ে চিঠি লিখেছেন তৃণমূলের (Trinamool) সমস্ত সাংসদদের। দ্রৌপদী মূর্মুকে যাতে তাঁরা ভোট দেন, তার জন্য ওই চিঠিতে আবেদন জানানো হয়েছে। ওই চিঠিতে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী উভয়েরই স্বাক্ষর রয়েছে।

২৮ শে জুন তারিখ লেখা ওই চিঠি শুক্রবার এসে পৌঁছেছে তৃণমূল সাংসদদের কাছে। এ বিষয়ে শুক্রবার নন্দীগ্রাম ১ ব্লকের বিজেপির উত্তর মণ্ডলের কার্যকারিণী সভা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, “রাষ্ট্রপতি নির্বাচনে কোনও প্রতীক থাকে না। গোপন ব্যালটে ভোট হয়। স্বাভাবিকভাবে সকলেই ভোট দিতে পারেন। সে জন্য আমি এবং আমাদের রাজ্য সভাপতি মিলে পশ্চিমবঙ্গের যারা ভোটার তাঁদের প্রত্যেকের কাছে আবেদন জানিয়েছি।” শুভেন্দুর মতে, “প্রত্যেকের উচিত রাজনীতির ঊর্ধে গিয়ে এমন জনজাতি পরিবার থেকে উঠে আসা এমন এক মহিয়সী নারীকে সমর্থন করা।” 

প্রসঙ্গত, রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থন জানানোর আবেদন জানিয়ে শুভেন্দু ও সুকান্তের লেখা এই চিঠি যে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে তৃণমূল নেতাদের দাবি, যখন বিজেপি জানে যে, রাষ্ট্রপতি পদে জয় নিশ্চিত দ্রৌপদী মুর্মুর তখন কেন ভোট প্রার্থনা করে এই ধরনের চিঠি তৃণমূল সাংসদদেরকে পাঠানো হল? এই বিষয়টি নিয়ে বর্তমানে ফের একবার ক্ষোভ সঞ্চিত হয়েছে তৃণমূল সাংসদদের মনে। এমনকি চিঠির ভাষা নিয়েও বেশ কয়েকজন সাংসদ তীব্র আপত্তি জানিয়েছেন বলে খবর। যদিও রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায়  বলেন, “শুভেন্দু অধিকারী আমাকেও চিঠি দিয়েছেন। আমরা সবাই তো এখানে যশবন্ত সিনহাকেই ভোট দেব।”