SLST Candidate Protest: ফের দুর্নীতির অভিযোগ, ভুতুড়ে শিক্ষক নিয়োগের অভিযোগ তুলে থালা বাজিয়ে বিক্ষোভ মাদ্রাসা চাকরি প্রার্থীদের

Kolkata: সূত্রের খবর, পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ষষ্ঠ এসএলএসটি পরীক্ষায় উত্তীর্ণ-বঞ্চিত চাকরি প্রার্থীদের অবিলম্বে নিয়োগের দাবিতে বিকাশ ভবন অভিযান ছিল।

SLST Candidate Protest: ফের দুর্নীতির অভিযোগ, ভুতুড়ে শিক্ষক নিয়োগের অভিযোগ তুলে থালা বাজিয়ে বিক্ষোভ মাদ্রাসা চাকরি প্রার্থীদের
Follow Us:
| Edited By: | Updated on: Jul 26, 2022 | 2:38 PM

কলকাতা: শুধু এসএসএসি (SSC) নয়, এর পাশাপাশি কলেজ সার্ভিস কমিশনে দুর্নীতির অভিযোগ। এবার বিক্ষোভ দেখাচ্ছেন মাদ্রাসা চাকরিপ্রার্থীরা। সল্টলেকের ময়ূখ ভবনের সামনে তাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন। রীতিমত থালা বাজিয়ে বিক্ষোভে নেমেছেন মাদ্রাসা চাকরি প্রার্থীরা।

সূত্রের খবর, পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ষষ্ঠ এসএলএসটি পরীক্ষায় উত্তীর্ণ-বঞ্চিত চাকরি প্রার্থীদের অবিলম্বে নিয়োগের দাবিতে বিকাশ ভবন অভিযান ছিল। পূর্ত ভবনের সামনে থেকে সেই অভিযান শুরু করেন তাঁরা। সেই সময় পুলিশ আটকে দেয় বিক্ষোভকারীদের। এরপরই চাকরির দাবিতে থালা বাজিয়ে পূর্ত ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন তাঁরা।

উল্লেখ্য, ২০১৩ সালের ষষ্ঠ এসএলএসটি টেট পরীক্ষা হয়। সেই পরীক্ষায় উত্তীর্ণ পড়ুয়াদের ২০১৭ সালে ইন্টারভিউ হয়ে যায়। অভিযোগ, সেই সময় মাদ্রাসার চেয়ারম্যান আবদুল রউপের স্বেচ্ছাচারীতার কারণে চাকরি প্রার্থীরা বঞ্চিত হয়েছেন। এরপর ২০১৩ সালে বিজ্ঞপ্তি জারি হয়। সেখানে শূন্যপদ ছিল ৩ হাজার ১৮৩। তবে দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পর মাত্র ১৫০০ পদে নিয়োগ হয় বলে খবর। অবশিষ্ট চাকরি প্রার্থীরা আজও বঞ্চিত। এক বিক্ষোভকারী বলেন, ‘আমরা মাননীয়াকে জানাচ্ছি যে আমরা চার বছর ধরে রাস্তায় আন্দোলন করছি। ২০১৩ সালে যেখানে ৩ হাজার ১৮৩ সিট ছিল সেখানে পরে তা দাঁড়ায় ১৩০০। বাকি সিট কোথায় গেল? দিনের পর দিন আন্দোলন করছি। কোনও প্যানেল বসছে না। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট নিয়োগ করতে বললেও কোনও নিয়োগ হচ্ছে না।’ একই সঙ্গে তাঁদের দাবি, ভুতুড়ে শিক্ষক নিয়োগ চলছে। যোগ্য লোকেদের নিয়োগ হচ্ছে না। অযোগ্যরা চাকরি পাচ্ছেন।

এরপর হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তাঁরা একটি ধর্না মঞ্চ বানিয়ে সেখানে বিক্ষোভ প্রদর্শন করছিলেন। আজ সকাল নাগাদ তাঁরা যখন বিকাশ ভবন অভিযান করছিলেন সেই সময় পুলিশ এসে বাধা দেয় তাঁদের। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে অবশিষ্ট এই শূন্য পদ পূরণ করতে হবে। শুধু কলকাতায় নয়, এই বিক্ষোভ চলছে মালদাতেও।