Smoke at Raj Bhawan: ভর সন্ধ্যায় রাজভবনে ধোঁয়া, পৌঁছল দমকলের ইঞ্জিন

Smoke at Raj Bhawan: ঘটনাস্থলে যান সিইএসসি-র আধিকারিকরা। সোমবার সন্ধ্যা ৭ টা ৫০ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। 

Smoke at Raj Bhawan: ভর সন্ধ্যায় রাজভবনে ধোঁয়া, পৌঁছল দমকলের ইঞ্জিন
রাজভবনে ধোঁয়া
Follow Us:
| Edited By: | Updated on: Jan 23, 2023 | 11:13 PM

কলকাতা: রাজভবনে অগ্নিকাণ্ডের আশঙ্কা। সোমবার সন্ধ্যায় আচমকাই ধোঁয়া দেখা যায় রাজভবনে (Raj Bhawan)। রাজভবনের মতো একটি গুরুত্বপূর্ণ ভবনে এভাবে ধোঁয়া দেখা যাওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়। ঘটনাস্থলে ছুটে যায় দমকলের দুটি ইঞ্জিন (Fire Engine)। রাজভবন সূত্রের খবর, দোতলার একটি ঘরে টিউবলাইট থেকে প্রথমে স্পার্ক (আগুনের স্ফীতি) দেখা যায়। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়।

দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। তবে রাজভবনের নিজস্ব অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যেই নিয়ন্ত্রণে আসে ধোঁয়া। এছাড়াও ঘটনাস্থলে যান সিইএসসি-র আধিকারিকরা। সোমবার সন্ধ্যা ৭ টা ৫০ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সেই সময় নিজেও ছিলেন রাজভবনে। তিনিও পুরো বিষয়টা খতিয়ে দেখেন।

পরে দমকলের আধিকারিকদের দেখা যায় একটি টিউবলাইট হাতে বেরিয়ে আসতে। শর্ট সার্কিট থেকেই এভাবে ধোঁয়া বেরতে দেখা গিয়েছিল বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের। এমন ঘটনা রাজভবনে যাতে আর না ঘটে, সে কারণে সব বিদ্যুৎ সংযোগ খতিয়ে দেখা হয়েছে।

অন্যদিকে, সোমবারই বিকেলে বিধ্বংসী আগুন লাগে বজবজের একটি জুটমিলে। ওই জুটমিলের ভিতর সাজানো ছিল পাট। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের অন্তত ১০ টি ইঞ্জিন। ঠিক কী থেকে পাটে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। এদিন ছুটি থাকায় সেভাবে কেউ ক্ষতিগ্রস্ত হননি। তবে আগুন নেভাতে প্রায় ৩ ঘণ্টা লেগে যায় দমকলের।