Dhakuria: ‘ওই দিকে তাকান’, মহিলা যেই তাকিয়েছেন অমনি…, ভয়ঙ্কর ঘটনা ঢাকুরিয়ায়
Dhakuria: জানা গিয়েছে, ওই মহিলা পাশে থাকা এক আত্মীয়র বাড়ি যাচ্ছিলেন। এরপরই বাইকে চড়ে তিন দুষ্কৃতী আসে। তারপর মহিলার গলা থেকে হার ছিনতাই করে পালিয়ে যায়। মহিলা আতঙ্কিত হয়ে পড়েন।

ঢাকুরিয়া: ফের প্রশ্ন উঠছে শহর কলকাতার নিরাপত্তা নিয়ে। কখনও ডাকাতি-কখনও চুরি আর এবার মহিলাকে রাস্তায় দাঁড় করিয়ে রেখে ছিনতাই। ঢাকুরিয়ার ঘটনার সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে। মহিলার দাবি, একজন তাঁকে পাশের ফ্ল্যাটের দিকে তাকাতে বলে। সেই সময় তাঁর গলায় পরে থাকা হার ছিনিয়ে নিয়ে বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
জানা গিয়েছে, ওই মহিলা পাশে থাকা এক আত্মীয়র বাড়ি যাচ্ছিলেন। এরপরই বাইকে চড়ে তিন দুষ্কৃতী আসে। তারপর মহিলার গলা থেকে হার ছিনতাই করে পালিয়ে যায়। মহিলা আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনাস্থলে পৌঁছয় এলাকার কাউন্সিলর ও বাসিন্দারা। প্রকাশ্য দিবালোকে এই ঘটনা ঘটনায় রীতিমতো চাঞ্চল্য় ছড়িয়েছেন। গোটা ঘটনায় অভিযোগ জানানো হয়েছে ঢাকুরিয়া থানায়।
অভিযোগকারিনী মহিলা বলেন, “পৌনে পাঁচটা নাগাদ তিনজন বাইক নিয়ে আসে। তারপর বলছে ওই ফ্ল্যাটটার দিকে দেখ। আমিও দেখছি। তারপরই গলা থেকে হার ছিনতাই করেছে। আমি তো ভেবেছি চেন চলে গেছে। তারপর দেখি আমার দিকে এগিয়ে আসছে। তারপর আমি ভয় পাচ্ছি। বলছি কী নেবে আর? তখন দেখি আমার হারটা ঝুলছে গলায়। দ্বিতীয়বার হারটা আমার থেকে নিয়ে নিল। পুলিশের কোনও নজরদারি কিছুই নেই।”
৯২ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর মধুছন্দা দেব বলেন, “কর্মসংস্থান নেই। যুবদের কাজের জায়গা তৈরি করে দিচ্ছে না। আজ যদি যুবকরা কাজে করত তাহলে এই সব গুলি গোলা নিয়ে বেরত? কাজের অভাবের জন্য এই সব ঘটনা বেশি ঘটছে।”





