ED Raid: ব্যবসায়ীদের ভয় দেখাতে ED হানা, যাতে কেউ তৃণমূলকে সাহায্য না করে: সৌগত

Sougata Roy: সৌগত রায় বললেন, "এটাই ইডির কায়দা। যে রাজ্যে বিজেপি ক্ষমতায় নেই, সেই রাজ্যে ব্যবসায়ীদের রেইড করে ভয় দেখিয়ে দেন, যাতে কেউ তৃণমূল কংগ্রেসকে সাহায্য না করেন।"

ED Raid: ব্যবসায়ীদের ভয় দেখাতে ED হানা, যাতে কেউ তৃণমূলকে সাহায্য না করে: সৌগত
সৌগত রায়
Follow Us:
| Edited By: | Updated on: Sep 10, 2022 | 6:27 PM

কলকাতা : শনিবার সকাল থেকে কলকাতা শহরের ছয় জায়গায় প্রায় একইসঙ্গে হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) পৃথক পৃথক দল। গার্ডেনরিচ এলাকায় নিসার খান নামে এক ব্যবসায়ীর বাড়ি থেকে প্রায় ১৫ কোটি টাকা উদ্ধার করেছে ইডি। ইডির এই অভিযান নামে আগেই একপ্রস্থ তোপ দেগেছেন ফিরহাদ হাকিম। মন্ত্রীর অভিযোগ, কেন্দ্রীয় সংস্থা দিয়ে বাংলার অর্থনীতি ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে। এবার ইডির বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা সাংসদ সৌগত রায়। বললেন, “এটাই ইডির কায়দা। যে রাজ্যে বিজেপি ক্ষমতায় নেই, সেই রাজ্যে ব্যবসায়ীদের রেইড করে ভয় দেখিয়ে দেন, যাতে কেউ তৃণমূল কংগ্রেসকে সাহায্য না করেন। এই সব করে কিছু করতে পারবে না। ইডি সিবিআই তো আগেও করেছে। এসব করে কিছু হবে না।”

ইডির এই অভিযান প্রসঙ্গে শাসক দলের প্রথম সারির নেতাদের এইভাবে সরব হওয়া নিয়ে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “আবারও প্রমাণ হল। কলকাতা সার্বিকভাবে বিভিন্ন অর্থনৈতিক অপরাধের একেবারে প্রাণকেন্দ্র হয়ে উঠেছে। সরাসরি শাসক দলের এখানে মদত আছে। নাহলে, রাজ্যে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী স্বতোঃপ্রণোদিতভাবে সাংবাদিকদের সামনে এসে এই কথা বললেন।”

সঙ্গে সৌগত রায়ের বক্তব্য প্রসঙ্গে শমীক বাবু বলেন, “তৃণমূল সরাসরি বলুক না। যাঁর বাড়িতে এখনও পর্যন্ত ১৫ কোটি টাকা উদ্ধার হয়েছে, তিনি তৃণমূল সদস্য, তৃণমূলের সহযোগী, তৃণমূলের সঙ্গে তাদের যোগাযোগ আছে। তৃণমূলের ট্যাঙ্কার বা তৃণমূলের ট্রাক আজ পোর্ট এলাকায় তার কাছে খাটছে, এগুলি তিনি বলুন। সরাসরি স্বীকার করুন এবং যেহেতু তিনি তৃণমূলের হয়ে ব্যবসা করছেন, তাই তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। ইডি রেইড, আয়কর রেইড নতুন নয়। কংগ্রেস জমানাতেও হয়েছে। বিজেপি জমানায় বেশি হচ্ছে। কারণ, প্রধানমন্ত্রী বলেছেন দুর্নীতিকে বরদাস্ত করা হবে না।”