Soumitra Khan: পদ ছাড়লেন ‘অভিমানী’ সৌমিত্র, শীঘ্রই কি ফিরছেন তৃণমূলে? চড়ছে জল্পনার পারদ
Soumitra Khan: কোর কমিটিতে থেকে বাদ পড়ার ক্ষোভ থেকেই খুব সম্ভবত রাঢ় বঙ্গের পর্যবেক্ষকের দায়িত্ব ছাড়লেন সৌমিত্র খাঁ, এমনটাই মত ওয়াকিবহাল মহলের বড় অংশের।
কলকাতা: রাঢ় বঙ্গের পর্যবেক্ষকের দায়িত্ব থেকে পদত্যাগ করলেন সৌমিত্র খাঁ (Soumitra Khan)। রাঢ় বঙ্গের নতুন দায়িত্ব পেলেন লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। কোর কমিটির অবর্জভার পদে জায়গা না পাওয়াতেই এই পদত্যাগ বলে মনে করেছে ওয়াকিবহাল মহলের একটা বড় অংশ। এদিকে কোর কমিটি থেকে বাদ গিয়েছেন শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya), রূপা গাঙ্গুলীও (Rupa Ganguly)। যদিও এ প্রসঙ্গে টিভি-৯ বাংলায় রূপা বলেন, “চিরকাল একই কমিটিতে কী থাকতে হবে নাকি? আমার তো অন্য কমিটিতে আছি।” যদিও এ ধরনের কোনও কথা সৌমিত্রকে বলতে শোনা যায়নি। সে কারণেই কোর কমিটিতে থেকে বাদ পড়ার ক্ষোভ থেকেই খুব সম্ভবত রাঢ় বঙ্গের পর্যবেক্ষকের দায়িত্ব ছাড়লেন সৌমিত্র খাঁ, এমনটাই মত ওয়াকিবহাল মহলের বড় অংশের।
এদিকে কোর কমিটির নতুন অজার্ভার হয়েছেন যুব মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পাল ও মহিলা মোর্চার নেত্রী লকেট চ্যাটার্জীর মতো নেত্রীরা। তবে কোর কমিটির অজার্ভাবর তো বটেই, এসটি মোর্চা, কৃষক ফ্রন্ট কোনটাতেই সৌমিত্রকে জায়গা দেওয়া হয়নি। এতেই তাঁর ক্ষোভ প্রকাশ্যে এসে পড়ল বলে মনে করা হচ্ছে। একুশের ভোটের আগে সৌমিত্রর স্ত্রী সুজাতা মণ্ডল ফিরে গিয়েছেন তৃণমূলে। তবে কী স্ত্রী-র পথেই চব্বিশের লোকসভা ভোটের আগে কী তৃণমূলে ফিরতে চলেছেন সৌমিত্র? গুঞ্জন তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।
যদিও বিজেপি ছাড়ছেন না বলে জানিয়েছেন ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন সৌমিত্র। এর বাইরে তিনি কোনও কথা বললেনি। সূত্রের খবর, প্রকাশ্যে তিনি কিছু না বললেও কেন্দ্রীয় নেতৃত্বকে তাঁর ক্ষোভের বিষয়ে জানাতে চলেছেন। এদিকে কোর কমিটির নতুন অজার্ভারের পদে রদবদল নিয়ে কী বলছে বঙ্গ বিজেপি নেতৃত্ব? এ প্রসঙ্গে দলের মুখপত্র শমীক ভট্টাচার্য বলেন, “দলের ব্যাপার। দল যেটা ভাল মনে করেছে সেটা করেছে।”