Sourav Ganguly: সুকান্ত মজুমদারকে দেখতে হাসপাতালে সৌরভ
Sourav-Sukanta: এদিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিট নাগাদ সৌরভ গঙ্গোপাধ্যায় হাসপাতালে আসেন। তিনি একেবারে সুকান্ত মজুমদারের কেবিনের ভিতর গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। কেবিনের ভিতর প্রায় ১০ মিনিট ছিলেন মহারাজ। তারপর ৭টা ২৫ মিনিট নাগাদ হাসপাতাল থেকে বেরিয়ে যান। রাজ্য বিজেপি সভাপতির স্বাস্থ্য সম্পর্কে খোঁজ-খবর নেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
কলকাতা: সন্দেশখালি যাওয়ার পথে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন রাজ্য BJP সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এখনও কলকাতা বাইপাসের ধারে এক হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। শুক্রবার সন্ধ্যায় তাঁকে দেখতে হাসপাতালে গেলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। একেবারে কেবিনে ঢুকে রাজ্য বিজেপির সঙ্গে দেখা করেন এবং তাঁর স্বাস্থ্যের খোঁজ-খবর নেন বাংলার মহারাজ (Sourav Ganguly)।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিট নাগাদ সৌরভ গঙ্গোপাধ্যায় হাসপাতালে আসেন। তিনি একেবারে সুকান্ত মজুমদারের কেবিনের ভিতর গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। কেবিনের ভিতর প্রায় ১০ মিনিট ছিলেন মহারাজ। তারপর ৭টা ২৫ মিনিট নাগাদ হাসপাতাল থেকে বেরিয়ে যান। রাজ্য বিজেপি সভাপতির স্বাস্থ্য সম্পর্কে খোঁজ-খবর নেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
এদিকে, রাজ্য বিজেপি সভাপতিকে দেখতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাসপাতালে যাওয়ার খবর প্রকাশ্যে আসতেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। যদিও সুকান্ত মজুমদারের স্বাস্থ্যের খোঁজ-খবর নেওয়া ছাড়া তাঁর সঙ্গে মহারাজের আর কোনও কথা হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়।
প্রসঙ্গত, দিন দুয়েক আগে উত্তপ্ত সন্দেশখালি পরিদর্শনে যাওয়ার পথে আক্রান্ত হন সুকান্ত মজুমদার-সহ বিজেপি নেতৃবৃন্দ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতেই তিনি মাটিতে পড়ে গিয়ে সংজ্ঞা হারান। সঙ্গে সঙ্গে তাঁকে বসিরহাটের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অক্সিজেন সাপোর্টও দিতে হয়। তারপরও রক্তচাপ ও অক্সিজেনের মাত্রা স্বাভাবিক না থাকায় তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
অন্যদিকে, এই ঘটনা নিয়ে লোকসভার প্রিভিলেজ কমিটিকে চিঠি দিয়েছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তাঁর সেই চিঠির প্রেক্ষিতে শুক্রবারই ডিজিপি-সহ প্রশাসনিক আধিকারিকদের ডেকে পাঠিয়েছে প্রিভিলেজ কমিটি।