Mamata Banerjee: CMO-তে আসা সব অভিযোগ এক সপ্তাহের মধ্যে সমাধানের নির্দেশ মমতার : সূত্র

Mamata Banerjee: সূত্রের খবর, এদিন প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁর দফতরে আসা সব অভিযোগের সাত দিনের মধ্যে সমাধান করতে হবে। মুখ্যমন্ত্রীর দফতরে কোনও অভিযোগ ফেলে রাখা যাবে না।

Mamata Banerjee: CMO-তে আসা সব অভিযোগ এক সপ্তাহের মধ্যে সমাধানের নির্দেশ মমতার : সূত্র
প্রশাসনিক সভা মমতার
Follow Us:
| Edited By: | Updated on: Sep 07, 2022 | 6:10 PM

কলকাতা : বুধবার দুপুরে প্রশাসনিক বৈঠকে (Administrative Meeting) বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠকে ছিলেন প্রশাসনিক শীর্ষ কর্তারা। আর ওই বৈঠক থেকেই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, এদিন প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁর দফতরে আসা সব অভিযোগের সাত দিনের মধ্যে সমাধান করতে হবে। মুখ্যমন্ত্রীর দফতরে কোনও অভিযোগ ফেলে রাখা যাবে না। এদিন প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর দফতরের সব আধিকারিকদের নির্দিষ্ট করে এই নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত এমনই জানা গিয়েছে।

সূত্র মারফত জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর দফতরে আসা বেশ কিছু অভিযোগের দ্রুত সমাধান না হওয়ায় খানিক অসন্তোষও প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই কারণেই সিএমওতে আসা যাবতীয় অভিযোগ যাতে আরও দ্রুত সমাধান হয়, তা নিশ্চিত করতে চাইছেন তিনি। তাই বুধবারের প্রশাসনিক বৈঠক থেকে নিজের বার্তা স্পষ্ট করে দিয়েছেন প্রশাসনিক আধিকারিকদের।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন প্রশাসনিক বৈঠক থেকে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও খানিক ক্ষোভ প্রকাশ করেছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। সাম্প্রতিক কালে, রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে সুর চড়িয়েছে বিরোধী শিবির। নাগাড়ে আক্রমণ চালিয়ে গিয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বার বার নিজের কথায় বুঝিয়ে দিয়েছেন, তাঁর সরকার সব সময় মানুষের  পাশে রয়েছে। বার বার রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করলেন তিনি। মুখ্যমন্ত্রীর দফতরে কাজে আরও গতি বাড়াতে উদ্যোগী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের প্রশাসনিক বৈঠক থেকে তাঁর বার্তা সেই দিকেই ইঙ্গিত করছে বলে মত ওয়াকিবহাল মহলের। বিশেষ করে যে অভিযোগগুলি বা সমস্যাগুলি মুখ্যমন্ত্রীর দফতরে এসে জমা পড়ছে, সেগুলি যাতে দ্রুত সমাধানের ব্যবস্থা করা হয়, তা নিশ্চিত করতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই প্রশাসনিক বৈঠকে এই নির্দেশ বলে সূত্র মারফত জানা গিয়েছে।