Sovandeb on Jyotipriya: বালুর গ্রেফতারি প্রভাব ফেলবে না, সৌগতকে জিতিয়েই আনব: শোভনদেব

Sovandeb on Jyotipriya: এ দিন Tv9 বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, "বাড়ির লক্ষ্মীপুজোতে আমায় থাকতে হয়। মেয়ে-বৌমা-নাতনী সকলেই পুজোর কাজ করেন। তবে লক্ষ্মী পুজোর জোগাড় মূলত আমিই করেছি।" এরপর গতকাল জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি নিয়ে মুখ খোলেন তিনি।

Sovandeb on Jyotipriya: বালুর গ্রেফতারি প্রভাব ফেলবে না, সৌগতকে জিতিয়েই আনব: শোভনদেব
শোভনদেব চট্টোপাধ্যায়Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 28, 2023 | 2:12 PM

কলকাতা: মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির প্রতিবাদে রাজ্যজুড়ে শুরু হয়েছে তৃণমূলের মিছিল। তবে, সেই মিছিলে যোগ দিতে পারেননি রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। শনিবার মন্ত্রীর বাড়িতে পালিত হচ্ছে লক্ষ্মী পুজো। সেই কারণেই এ দিনের বিক্ষোভ মিছিলে থাকতে পারেননি তিনি। তবে জ্যোতির গ্রেফতরি প্রসঙ্গে বলতে গিয়ে বর্ষীয়ান এই রাজনীতিবিদ দাবি করেছেন, বনমন্ত্রীর গ্রেফতারি দলীয় সংগঠনে কোনও প্রভাব ফেলবে না। এমনকী লোকসভা ভোটেও কোনও প্রভাব পড়বে না। দলের সাংসদ সৌগত রায়কে এবারও তিনি জিতিয়ে আনবেন বলে দাবি করছেন শোভনদেব।

এ দিন Tv9 বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, “বাড়ির লক্ষ্মীপুজোতে আমায় থাকতে হয়। মেয়ে-বৌমা-নাতনী সকলেই পুজোর কাজ করেন। তবে লক্ষ্মী পুজোর জোগাড় মূলত আমিই করেছি।” এরপর গতকাল জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি নিয়ে মুখ খোলেন তিনি। মানসিক অশান্তির কথা উল্লেখ করে জানান,এইসব ঘটনা মানসিক অশান্তির সৃষ্টি করে ঠিকই কিন্তু এইসব নিয়েই জীবন। এই নিয়ে রাজনীতিবিদদের এগিয়ে যেতে হয়। তিনি বলেন, “আঘাত যখন ব্যক্তিগত ভাবে কারোর উপর বর্ষায় তাঁর যন্ত্রণা নিশ্চিতভাবে অত্যন্ত বেশি। বালু আমাদের অত্যন্ত প্রিয় সহকর্মী। হাসিখুশি মানুষ। ও সত্যিই ভাল ছেলে। দীর্ঘদিনের সংগঠক। ওর শরীরও খারাপ। সুগার প্রায় পাঁচশো।”

এই কথা বলতে-বলতেই তৃণমূল বিধায়ক দাবি করেন, জ্যোতিপ্রিয়র গ্রেফতারি আসন্ন লোকসভা ভোটে কোনও প্রভাব ফেলবে না। তিনি বলেন, “এখানে সৌগত রায়কে আরও বেশি ভোটে জিতিয়ে আনব আমরা। এটা নিশ্চিত। কারণ যত আক্রমণ আমাদের উপর নেমে আসবে, সেই আক্রমণের প্রতিফলত ততটাই ঘটবে ভোটের বাক্সে। আমার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা যদি কিছু থেকে থাকে আমি দায়িত্ব নিয়ে বলছি আমাদের ব্যবধান বাড়বে এবং আসন সংখ্যা বাড়বে।”

প্রসঙ্গত, বছর ঘুরতে আর বেশি দেরি নেই। তারপরই লোকসভা ভোট। তার আগে গুঁটি সাজাতে ব্যস্ত সব রাজনৈতিক দল। কিন্তু এ রাজ্যের হেভিওয়েট মন্ত্রীদের একের পর এক গ্রেফতারিতে কি কিছুটা ব্যকফুটে তৃণমূল? সেই কানাঘুষোর মধ্যেই প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের মত নিতান্তই গুরুত্বপূর্ণ বলে মনে রাজনৈতিক মহল। কারণ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ইডি-সিবিআই কাজ করছে এ বাক্য বারংবার তৃণমূল বলে এসেছে। তাদের কোণঠাসা করতেই মন্ত্রীদের এ হেন গ্রেফতারি বলেও অভিযোগ করেছে তারা। সেখানে, ভোটের আগে ফের এক মন্ত্রীর গ্রেফতার হওয়ায় জনগণের আবেগকেই কাজে লাগাতে চাইছে ঘাসফুল শিবির বলে মত ওয়াকিবহাল মহলের।