Jyotipriya Mallick: বালুর স্ত্রী মণিদীপা আর মেয়ে প্রিয়দর্শিনীর নামেই চলত কোম্পানি! অথচ তাঁরা কিছুই জানতেন না?
Jyotipriya Mallick: ওই তিনটি সংস্থার মাধ্যমে রেশন দুর্নীতির কালো টাকা সাদা করা হত বলে দাবি কেন্দ্রীয় সংস্থার। সংস্থার নাম থাকলেও আসলে তাতে কোনও ব্যবসা হত না বলেই দাবি তদন্তকারীদের।
কলকাতা: আচমকা গ্রেফতার করা হয়নি বর্তমান বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। একটানা ২১ ঘণ্টা তল্লাশি করে ও খুঁটিনাটি তথ্য নিয়ে প্রশ্ন করার পরই তাঁকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় সংস্থা ইডি-র আধিকারিকরা। তবে শুধু মন্ত্রী নয়, তাঁর স্ত্রী ও মেয়েকেও জিজ্ঞাসাবাদ করেছেন আধিকারিকরা। কারণ, রেশন দুর্নীতির তদন্তে উঠে আসা তিনটি কোম্পানির সঙ্গে জড়িয়ে আছে তাঁদের নাম। স্ত্রী মণিদীপা মল্লিক আর মেয়ে প্রিয়দর্শিনী মল্লিককে প্রশ্ন করা হলে, তাঁরা কোনও সদুত্তরই দেননি বলে দাবি ইডি-র। ওই সব কোম্পানির সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক ছিল না বলেই তাঁরা জানান। ইডি-র দাবি, তদন্ত করে তাঁরা জানতে পেরেছেন, ওই সব কোম্পানির আসল মালিক জ্যোতিপ্রিয়ই। এমনটাই জানিয়েছেন, তাঁর সহযোগীরা।
ওই তিনটি সংস্থার মাধ্যমে রেশন দুর্নীতির কালো টাকা সাদা করা হত বলে দাবি কেন্দ্রীয় সংস্থার। সংস্থার নাম থাকলেও আসলে তাতে কোনও ব্যবসা হত না বলেই দাবি তদন্তকারীদের। তাই তল্লাশি চলাকালীন এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় প্রিয়দর্শিনী ও মণিদীপাকে। ইডি সূত্রে খবর, পরে তাঁরা দাবি করেন অভিজিৎ দাস নামে জ্যোতিপ্রিয়র এক প্রাক্তন আপ্তসহায়ক তাঁদের দিয়ে সই করিয়েছিলেন। তাঁরা কিছুই জানেন না ওই কোম্পানির সম্পর্কে।
তবে মন্ত্রী ঘনিষ্ঠ এক ব্যক্তির বয়ানে ইডি জানতে পেরেছে, ওই সব কোম্পানি আসলে ছিল জ্যোতিপ্রিয়র মালিকানাধীন। তাঁর নির্দেশেই স্ত্রী ও মেয়েকে ডিরেক্টর পদ দেওয়া হয়।