SSC Recruitment Case: প্রভাবশালী সংক্রান্ত বেশ কিছু তথ্য হাতে, আজ ফের সুবীরেশকে আদালতে পেশ

SSC Recruitment Case: পার্থ-কল্যাণময়-শান্তিপ্রসাদের পর সিবিআই জালে ধরা পড়ে এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য।

SSC Recruitment Case: প্রভাবশালী সংক্রান্ত বেশ কিছু তথ্য হাতে, আজ ফের সুবীরেশকে আদালতে পেশ
সুবীরেশ ভট্টাচার্য
Follow Us:
| Edited By: | Updated on: Sep 26, 2022 | 11:20 AM

কলকাতা: ৭ দিনের সিবিআই হেফাজতের শেষে সোমবার আবার আলিপুর কোর্টে তোলা হবে প্রাক্তন এসএসসি চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে। জেরায় প্রভাবশালী সংক্রান্ত বেশ কিছু তথ্য গোয়েন্দাদের হাতে এসেছে। সুবীরেশের বয়ানের সূত্র ধরে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করতে চান গোয়েন্দারা। এমনই খবর CBI সূত্রে।

নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে একের পর এক হেভিওয়েট গ্রেফতারি দেখেছে রাজ্য। সুবীরেশের গ্রেফতারিতেই দুর্নীতির কাঁপুনিটা দক্ষিণবঙ্গের সীমা পেরিয়ে লাগে উত্তরবঙ্গেও। ঝাঁকুনিটা অবশ্য অনেক আগেই শুরু হয়েছিল। যখন বাগ কমিটির রিপোর্টে সুবীরেশ ভট্টাচার্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে এসেছিল। সেই রিপোর্টকে সামনে রেখে উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র শিলিগুড়িতে তাঁকে পদ থেকে সরানোর দাবিতে একাধিক আন্দোলনও করে বিরোধীরা।

পার্থ-কল্যাণময়-শান্তিপ্রসাদের পর সিবিআই জালে ধরা পড়ে এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য। পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি হয়েছিল ২০১৬ এসএলএসটি নিয়োগে। সেই সময় এসএসসি চেয়ারম্যান ছিলেন এই সুবীরেশ ভট্টাচার্যই। হাইকোর্টের রায়ে সেই চাকরি খুইয়েছেন অঙ্কিতা।

সুবীরেশের আমলে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ করে স্কুল সার্ভিস কমিশন। স্ক্যানারে সেই নিয়োগও। সুবীরেশকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চান তদন্তকারীরা। সেই কারণেই আবার তাঁকে নিজেদের হেফাজতে পেতে চান তাঁরা।

সূত্রের খবর, প্রাথমিকভাবে তদন্তে সেরকম সহযোগিতা করছিলেন না সুবীরেশ। জিজ্ঞাসাবাদের সময় বিভ্রান্ত করার চেষ্টা করেছেন তিনি। নিয়োগ দুর্নীতির সঙ্গে মানি ট্রেল খুঁজে বের করা দরকার বলেও আদালতে জানানো হয় সিবিআই-এর তরফে। এই মামলায় আগেই শান্তিপ্রসাদ সিনহা, প্রসন্ন রায়, প্রদীপ সিংহকে গ্রেফতরা করা হয়েছে।