Moloy Ghatak Summoned: পরপর ৩ বার! ফের কয়লাকাণ্ডে মন্ত্রী মলয় ঘটককে তলব ইডির

Coal Scam Case: গত ২০২১ সালের অক্টোবর মাসে কয়লা কাণ্ডের তদন্তে ইডির সদর দফতরে হাজিরা দিয়েছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। সে সময় একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে। এরপর আবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে তলব করা হয়েছিল গত ২ ফেব্রুয়ারি।

Moloy Ghatak Summoned: পরপর ৩ বার! ফের কয়লাকাণ্ডে মন্ত্রী মলয় ঘটককে তলব ইডির
মলয়কে সমন ইডির , ছবি: ফেসবুক
Follow Us:
| Edited By: | Updated on: Feb 08, 2022 | 7:18 AM

কলকাতা: এর আগেও বারদুয়েক সমন পাঠিয়েছিল ইডি। ফের ৭ ফেব্রুয়ারি আবারও রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটককে কয়লাকাণ্ডে জিজ্ঞাসাবাদ করতে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। ৮ ফেব্রুয়ারি অর্থাৎ  মঙ্গলবার  দিল্লির ইডি দফতরে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে কত ২ ফেব্রুয়ারিও হাজিরার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু, কোভিড পরিস্থিতির কারণেই তিনি হাজিরা দেননি। কয়লা পাচারকাণ্ডে মলয় ঘটকের (Moloy Ghatak) বিরুদ্ধে কিছু তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। তাই ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে এমনটাই খবর সূত্রের। ইডির তরফ থেকে বলা হচ্ছে, মলয়বাবুকে জিজ্ঞাসাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, কয়লাপাচারকাণ্ডে মন্ত্রীর বিরুদ্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখতে মলয়বাবুর বয়ানও রেকর্ড করা হবে। চলবে জিজ্ঞাসাবাদ। যদি, মলয় হাজিরা না দেন সেক্ষেত্রে কড়া পদক্ষেপ করতে পিছপা হবে না ইডি। যদিও, এখনও এ নিয়ে মলয় ঘটকের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তিনি দিল্লি যাচ্ছেন কি না তাও স্পষ্ট নয়। তবে তিনি যদি হাজিরা না দেন, তাহলে তাঁর আইনজীবীর তরফ থেকে জানানো হবে, কেন মলয় হাজিরা এড়ালেন।

গত ২০২১ সালের অক্টোবর মাসে কয়লা কাণ্ডের তদন্তে ইডির সদর দফতরে হাজিরা দিয়েছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। সে সময় একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে। এরপর আবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে তলব করা হয়েছিল গত ২ ফেব্রুয়ারি। সেসময় তিনি উপস্থিত হননি। অতিমারি পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বাড়তি সময় চেয়েছিলেন। ফের তাঁকে তলব করা হল। এই নিয়ে মোট তিনবার। যদিও, গত ২ তারিখ তিনি হাজিরা দেননি।

কিছুদিন আগেই কয়লাপাচারকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে ডেকে পাঠিয়েছিল সিবিআই। ‘অন্তর্বর্তী রক্ষাকবচ’ নিয়ে নিজাম প্যালেসে হাজিরাও দেন সুমিত। টানা কয়েকঘণ্টা  জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। এদিকে, কয়লাকাণ্ডে নোটিস পাঠানো নিয়ে কেন্দ্রকে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর উক্তি, “ভোট এলেই খালি ইডি-সিবিআই পাঠাবে! যখন যাকে পারছে নোটিস পাঠিয়েই যাচ্ছে! যা ইচ্ছে তাই! অভিষেক একা নয়, ওর স্কুলের বন্ধুগুলোকেও ছাড়ছে না! যাকে যখন পারছে, খালি নোটিস নোটিস আর নোটিস! কোনও সময় নেই, আইন নেই কিছুই নেই।”  এ বার রাজ্যের আইনমন্ত্রীকে সমন পাঠানোয় তিনি মঙ্গলবার হাজিরা দেন কি না সেটাই দেখার এমনটাই বলছেন সংশ্লিষ্ট মহলের একাংশ।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা