Students Credit Card: ‘ছাত্র দিবসে’ ২০ হাজার স্টুডেন্স ক্রেডিট কার্ড দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করল সরকার

Students Credit Card: ১ জানুয়ারি দিনটিকে স্টুডেন্টস ডে বা ‘ছাত্র দিবস’ হিসেবে পালন করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Students Credit Card: 'ছাত্র দিবসে' ২০ হাজার স্টুডেন্স ক্রেডিট কার্ড দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করল সরকার
রাজ্যের পড়ুয়াদের সুবিধার্থে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা এনেছেন মুখ্যমন্ত্রী। (ফাইল চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Nov 20, 2021 | 7:40 PM

কলকাতা : বছরের প্রথম দিন ১ জানুয়ারি দিনটি রাজ্য সরকার স্টুডেন্স ডে বা ছাত্র দিবসে হিসেবে পালন করবে। সম্প্রতি এক প্রশাসনিক বৈঠক থেকে ওই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন ২০ হাজার ছাত্র ছাত্রীদেকে স্টুডেন্স ক্রেডিট কার্ড দেওয়া হবে বলে খবর নবান্ন সূত্রে। আজই এই বিষয়ে বৈঠক করেছেন মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী।

আজ শনিবার এক বৈঠকে ২০ হাজার ছাত্র ছাত্রীদেকে স্টুডেন্স ক্রেডিট কার্ড দেওয়ার লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন রাজ্যের মুখ্যসচিব। প্রত্যেকটি জেলার সঙ্গে এ দিন ভার্চুয়াল বৈঠক করেন মুখ্য সচিব। বৈঠকে ২০ হাজার ছাত্রছাত্রীকে ১ জানুয়ারি স্টুডেন্টস ক্রেডিট কার্ড দেওয়ার পাশাপাশি স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়ার গতি আরও বাড়ানোর নির্দেশও দেন তিনি। এ ছাড়া শনিবার প্রায় ৪ হাজার ছাত্র-ছাত্রীকে স্টুডেন্টস ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে। ব্যাঙ্কগুলিকে ওই কার্ড দেওয়ার গতি আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।

সম্প্রতি মমতা ঘোষণা করেছেন, আগামী ২০ ডিসেম্বর রাজ্যে শিক্ষা মেলা করার কথা। মমতা জানান, ওই দিন ১০ হাজার পড়ুয়াকে ক্রেডিট কার্ড দেওয়া হবে। এ ছাড়া বিবেকানন্দ স্কলারশিপ দেওয়ার জন্য ১২ জানুয়ারি দিনটিকে বেছে নেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। শিক্ষা দফতরের তরফ থেকে জানানো হয়েছে, শিক্ষা মেলার দিন ক্যাম্প থেকে ক্রেডিট কার্ড দেওয়া হবে। ১৫০ থেকে ২০০ কোটি টাকা এই দিন পড়ুয়াদের সরকারের তরফে ঋণ দেওয়া হবে বলে জানানো হয়েছে। মমতা পরামর্শ দিয়েছেন, প্রত্যেক মাসে বা প্রতি ১৫ দিন অন্তর যদি এরকম একটা করে মেলা করা যায়, তাহলে পড়ুয়াদের ঋণ পেতে সুবিধা হবে। যাদের একটা কোর্স শেষ হয়ে যাচ্ছে, তারাও এই ঋণ নি তে পারবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন : ‘একটাও সিট জিতবে না শুভেন্দু’, ‘৫০ হাজার ভোটে হারবে নিশীথ’, ভাইরাল অডিয়ো ক্লিপে বিস্ফোরক সৌমিত্র

তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরই মাস দেড়েকের মধ্যে সেই প্রতিশ্রুতি পূরণের কাজ শুরু করেন মুখ্যমন্ত্রী। তখনই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কথা বলা হয়। পরিকল্পনামাফিক, রাজ্যের সমবায় ব্যাঙ্ক, রাজ্যের অনুমোদিত কেন্দ্রীয় এবং জেলা সমবায় ব্যাঙ্ক, রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কগুলি থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পাওয়া যাবে। ১০ লাখ টাকা পর্যন্ত ঋণের পাশাপাশি সুদের হারেও ভর্তুকি পাওয়া যাবে। অর্থাৎ, ব্যাঙ্কের সুদের হার যতই ধার্য্য থাকুক না কেন, যিনি ঋণ নিচ্ছেন, তিনি কেবল ৪ শতাংশই সুদ দেবেন। সুদের হারের বাকি অঙ্ক দেবে রাজ্য সরকার। মহিলাদের জন্য রয়েছে আরও ছাড়। সুদের উপর অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট ছাড় পাবেন মহিলারা।

আরও পড়ুন : ২৪ ঘণ্টায় হাসপাতালে ৫ সদ্যোজাতের মৃত্যু! কারণ জানতে রাস্তা অবরোধ কন্যাহারা বাবার