Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Purba Medinipur TMC: শিশির ‘স্পর্শে’ বেকায়দায় সুবল, বিতর্কের মাঝেই ডাক পড়ল তৃণমূল ভবনে

Subal Manna Controversy: এবার তৃণমূল ভবনে ডাক পড়ল সুবল মান্নার। আগামী ২ জানুয়ারি সুবলকে তৃণমূল ভবনে আসতে বলা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। সেখানে সুবল মান্নার সঙ্গে বৈঠকে বসবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। শুধু সুবলকেই নয়, তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলা নেতৃত্বকেও ডাকা হয়েছে ওদিনের বৈঠকে।

Purba Medinipur TMC: শিশির 'স্পর্শে' বেকায়দায় সুবল, বিতর্কের মাঝেই ডাক পড়ল তৃণমূল ভবনে
সুবল মান্নাকে ঘিরে বিতর্কImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 28, 2023 | 3:51 PM

কলকাতা: বেজায় চাপের মুখে কাঁথির পুরপ্রধান তথা তৃণমূল নেতা সুবল মান্না। স্থানীয় এক স্কুলের অনুষ্ঠানে গিয়ে কাঁথির সাংসদ শিশির অধিকারীকে সবার সামনে প্রণাম করেছিলেন সুবল। অনুষ্ঠানে গিয়ে শিশিরের পাশে বসে থাকতেও দেখা গিয়েছে তাঁকে। আর এই নিয়েই বিতর্কের শেষ নেই। প্রথমে শোকজ়, তারপর একেবারে ইস্তফা দেওয়ার নির্দেশ। এসবের মধ্যেই এবার তৃণমূল ভবনে ডাক পড়ল সুবল মান্নার। আগামী ২ জানুয়ারি সুবলকে তৃণমূল ভবনে আসতে বলা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। সেখানে সুবল মান্নার সঙ্গে বৈঠকে বসবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। শুধু সুবলকেই নয়, তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলা নেতৃত্বকেও ডাকা হয়েছে ওদিনের বৈঠকে। গোটা জেলা নেতৃত্বের সঙ্গেই সেদিন বৈঠক করবেন বর্ষীয়ান তৃণমূল নেতা।

কাঁথির বর্ষীয়ান সাংসদ শিশির অধিকারীকে প্রমাণ কাণ্ডে যে দলের অন্দরে বেশ ফ্যাসাদে পড়েছেন সুবল মান্না, তা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য থেকেই স্পষ্ট। সুবলের মুখে শিশিরের ‘ভজন’ শুনে বেজায় বিরক্ত তৃণমূল নেতৃত্ব। কুণাল ঘোষ গতকালই বলেছেন, “কাঁথি পুরসভার চেয়ারম্যান যেভাবে বিশ্বাসঘাতক শিশির অধিকারীকে প্রণাম করে, নিজের গুরুদেব… ইত্যাদি বলে ভজন করেছেন, তা তৃণমূল কর্মীরা আদৌ ভালভাবে নেননি। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কঠোর ব্যবস্থা নিচ্ছে এবং তাঁকে ইস্তফা দিতে বলা হয়েছে।”

তৃণমূলের রাজ্য সম্পাদক তথা দলীয় মুখপাত্র কুণাল আরও বলেছেন, “চিঠি দিয়ে বলা হলে, সেটা বরখাস্ত হয়ে যায়। তাঁর ন্যূনতম সম্মান রাখার জন্যই ইস্তফা দিতে বলা হয়েছে। কেউ যদি পদের মধু আঁকড়ে বসে থাকেন, তাহলে তিনি দলের নেতৃত্বের সিদ্ধান্তের বিরুদ্ধে যাচ্ছেন।”

প্রসঙ্গত, এদিনও নিজের অফিসেই গিয়ে কাজকর্ম করছেন কাঁথির পুরপ্রধান সুবল মান্না। দলের উচ্চতর নেতৃত্বের থেকে কোনও চিঠি পেয়েছেন কি না, সেই বিষয়ে প্রশ্ন করায় তাঁর সংক্ষিপ্ত জবাব, ‘আমি এখনও পর্যন্ত কোনও চিঠি পাইনি।’