Sukanta On Mamata: মুখ্যমন্ত্রীর শাড়ি নিয়ে প্রশ্ন তুললেন সুকান্ত মজুমদার
CM Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সুকান্ত মজুমদারের প্রশ্ন, "ওনার হাতে যে অ্যাপেল ফোন রয়েছে সেটি কোথা থেকে কিনেছেন? উনি যদি ভাতা না নেন, তাহলে বিনা পয়সায় কেউ দিয়েছে। আর এখনকার দিনে ফ্রিতে কেউ জিনিস দিলে সে নিশ্চয় ধান্দা ছাড়া দেবে না।" এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরনের শাড়ি কোথা থেকে আসে, কে তৈরি করে দেন যাবতীয় খুঁটিনাটি বিষয় নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি-র সুকান্ত।
কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রী যে ফোন ব্যবহার করেন, যে শাড়ি পরেন তার টাকা কোথা থেকে আসে সেই নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা। চড়া সুরে তাঁকে আবার পাল্টা আক্রমণও করেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। ব্যক্তিগত বিষয় আনা অনুচিত বলে মন্তব্য সিপিএম নেতা মহম্মদ সেলিমের।
মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সুকান্ত মজুমদারের প্রশ্ন, “ওনার হাতে যে অ্যাপেল ফোন রয়েছে সেটি কোথা থেকে কিনেছেন? উনি যদি ভাতা না নেন, তাহলে বিনা পয়সায় কেউ দিয়েছে। আর এখনকার দিনে ফ্রিতে কেউ জিনিস দিলে সে নিশ্চয় ধান্দা ছাড়া দেবে না।” এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরনের শাড়ি কোথা থেকে আসে, কে তৈরি করে দেন যাবতীয় খুঁটিনাটি বিষয় নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি-র সুকান্ত। তাঁর দাবি, মমতা যে পরেন সেই শাড়ি বাংলায় আর এক পিসও পাওয়া যায় না। সুকান্তর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় ডিজাইন করা শাড়ি পরেন। ওই শাড়ির এক কপি কেউ এনে দিতে পারবেন আমায়? আমি চ্যালেঞ্জ করছি, ওই শাড়ি বাংলার বাজারে মিলবে না।” এখানেই সুকান্তর প্রশ্ন, ডিজাইনার কি মুখ্যমন্ত্রীকে শাড়িগুলো বিনামূল্য়ে দেন? না হলে এতটাকা কোথা থেকে আসে?
কেন সুকান্ত প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রীর আয় নিয়ে?
মঙ্গলবার নিজের স্বচ্ছ স্বচ্ছ ভাবমূর্তির কথা নবান্নে বসে আরও একবার তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “যেদিন থেকে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, এক পয়সাও মাইনে নেননি। ভাতাও নেননি।” শুধু তাই নয়, প্রাক্তন সাংসদ হিসেবে পেনশনের টাকা তোলেন না মমতা। মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর বেতন, ভাতা সে সবও নেন না। শুধু তাই নয়, তিনি এক বেলা খান, এক বেলা না খেয়ে থাকেন। সেই প্রেক্ষিতেই সুকান্ত মজুমদার প্রশ্ন তুলেছেন।
সুকান্তর এই মন্তব্যের পরই ফের শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, “মোদীজী ১০ লক্ষ টাকার স্যুট কার টাকায় পরেন? সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে বাংলার মানুষ তিনবার নির্বাচিত করেছে মুখ্যমন্ত্রী হিসাবে। আর এখন সুকান্ত মজুমদার সার্টিফিকেট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে?” কটাক্ষ করতে ছাড়েননি সিপিএম নেতা মহম্মদ সেলিমও। বলেছেন, “বিজেপি নেতাদের এই সব বলার কোনও অধিকারই নেই। কে কী শাড়ি পরে, কোনও গাড়িতে চড়ে এই সব প্রশ্ন করা উচিত নয়। এখানে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি জড়িত। সেই কারণে আমরা ব্যক্তিগত বিষয় সামনে আনি না। আনা উচিৎ নয়। আর সুকান্তর এটুকু জানা উচিৎ মহিলাদের পোশাক নিয়ে মন্তব্য করতে নেই।”
প্রসঙ্গত, গত বছর (২০২৩)নির্বাচনের সময় কমিশনকে দেওয়া হলফনামার তথ্য পর্যালোচনা করে পর্যবেক্ষণ সংস্থা ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস্ (এডিআর)- এর রিপোর্ট অনুযায়ী, দেশের সব থেকে ‘গরিব’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ঘোষিত সম্পত্তির পরিমাণ ১৫ লক্ষ টাকা।