সকালে ‘হাত’ ছেড়ে দুপুরে তৃণমূলে অসমের প্রাক্তন সাংসদ সুস্মিতা
Assam: এ দিন সকালেই সুস্মিতা দেবের টুইটার প্রোফাইলে দেখা যায়, নিজেকে কংগ্রেসের প্রাক্তন সদস্য় বলে পরিচয় দিয়েছেন তিনি।
কলকাতা: সকালেই হাত ছেড়েছেন কংগ্রেসের। সোমবার দুপুরের মধ্যেই তৃণমূলে যোগ দিলেন অসমের প্রাক্তন কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব। তৃণমূল কংগ্রেসের টুইটার হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি শেয়ার করে জানানো হয়েছে, ‘আমরা অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের প্রাক্তন প্রেসিডেন্ট সুস্মিতা দেবকে তৃণমূল পরিবারে স্বাগত জানাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে আজই তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ব্রায়েনের উপস্থিতিতে আমাদের সঙ্গে যোগ দিলেন।’ সুস্মিতা দেবের নেতৃত্বেই এবার অসমে সংগঠনকে চাঙ্গা করতে চাইছে তৃণমূল কংগ্রেস।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষমোহন দেবের মেয়ে সুস্মিতা দেব। সন্তোষমোহন দেবের সঙ্গে খুবই ভাল সম্পর্ক ছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় যখন কেন্দ্রের ক্রীড়া ও যুব কল্যাণের প্রতিমন্ত্রী হয়েছিলেন, যে সমস্ত সর্বভারতীয় কংগ্রেস নেতার পূর্ণ সমর্থন তিনি পেয়েছিলেন, তার মধ্যে অন্যতম নাম সন্তোষমোহন দেব। সেই সন্তোষমোহন দেবের কন্যাকে সামনে রেখেই অসমে লড়াই করতে চাইছে ঘাসফুল।
সোমবার সকালেই কংগ্রেস থেকে ইস্তফা দেন শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। দলনেত্রী সনিয়া গান্ধীর কাছে ইস্তফাপত্র জমা দিয়ে এদিনই দুপুরের আগে কলকাতা এসে পৌঁছন সুস্মিতা। এরপরই শুরু হয় জোর জল্পনা। এসবের মধ্যেই বিমানবন্দর থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে সুস্মিতা দেব পৌঁছন বলে সূত্র মারফৎ জানা যায়। এরপরই তৃণমূল কংগ্রেসের টুইটার হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি শেয়ার করে জানানো হয় এবার তৃণমূল পরিবারে সামিল হলেন এক সময়ের রাহুল গান্ধি ঘনিষ্ঠ নেত্রী সুস্মিতা দেব।
We warmly welcome the former President of All India Mahila Congress @sushmitadevinc to our Trinamool family!
Inspired by @MamataOfficial, she joins us today in the presence of our National General Secretary @abhishekaitc & Parliamentary Party Leader, Rajya Sabha, @derekobrienmp. pic.twitter.com/JXyMJLIf52
— All India Trinamool Congress (@AITCofficial) August 16, 2021
সুস্মিতা দেবের তৃণমূলে যোগদান প্রসঙ্গে কাকলি ঘোষ দস্তিদার বলেন, “উচ্চতর নেতৃত্ব যখন তাঁকে স্বাগত জানাচ্ছেন, তখন আমরাও তাঁকে স্বাগত জানাব। তিনি অত্যন্ত অভিজ্ঞ সংসদ ছিলেন। খুবই কর্মঠ মানুষ, তৃণমূল স্তরে তাঁর কাজের অভিজ্ঞতা রয়েছে। তিনি জাতীয় মহিলা কংগ্রেসের সভাপতিও ছিলেন। তিনি যদি দলে আসেন, আমরা উচ্চতর নেতৃত্বের সঙ্গে কথা বলে একসঙ্গে কাজ করব।”
এ দিন সকালেই সুস্মিতা দেবের টুইটার প্রোফাইলে দেখা যায়, নিজেকে কংগ্রেসের প্রাক্তন সদস্য় বলে পরিচয় দিয়েছেন তিনি। তিন দশক ধরে কংগ্রেসের সঙ্গে যে সম্পর্ক তার, তা ছিন্ন করার কারণ না জানালেও দলনেত্রী সনিয়া গান্ধি থেকে শুরু করে দলের বাকি সদস্যদের ধন্যবাদ জানান তিনি জনসেবার কাজেই তিনি যুক্ত থাকবেন বলে জানিয়েছেন ইস্তফাপত্রে। এরই মধ্যে তাঁর কলকাতা সফর ও তৃণমূলে যোগদান। আরও পড়ুন: বিজেপির ‘পশ্চিমবঙ্গ বাঁচাও’ কর্মসূচি ঘিরে ধুন্ধুমার, দিলীপ ঘোষকে ধরে টানাহ্যাঁচড়া পুলিশের