খেলা হবে দিবস পালন করল তৃণমূল, দিলীপ মনে করালেন কলকাতায় ‘হিন্দু নিধনের’ কথা

বাম এবং কংগ্রেস মিলে এই দিনটিকে হিন্দুদের স্মৃতি থেকে মুছে ফেলার চেষ্টা করেছে বলেও দাবি করেছেন তিনি।

খেলা হবে দিবস পালন করল তৃণমূল, দিলীপ মনে করালেন কলকাতায় 'হিন্দু নিধনের' কথা
ছবি-টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Aug 16, 2021 | 4:16 PM

কলকাতা: একদিকে যখন গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ‘খেলা হবে দিবস’ পালন করা হচ্ছে, ঠিক তখনই ১৯৪৬-এর ১৬ অগস্ট কলকাতায় ঘটে যাওয়া হত্যালীলার কথা মনে করিয়ে দিল বিজেপি। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সোমবার একটি টুইট করে সেই স্মৃতি উস্কে দিয়েছেন। তিনি আজকের দিনটিকে কালো দিন হিসেবে চিহ্নিত করেছেন। বাম এবং কংগ্রেস মিলে এই দিনটিকে হিন্দুদের স্মৃতি থেকে মুছে ফেলার চেষ্টা করেছে বলেও দাবি করেছেন তিনি।

চলতি বছর প্রথমবার গোটা রাজ্যে খেলা হবে দিবস পালন করছে তৃণমূল। জায়গায় জায়গায় ফুটবল ম্যাচের আয়োজন করার পাশাপাশি ফুটবল বিলি করা হয়েছে। দিলীপবাবু অবশ্য নিজেকেও ফুটবল থেকে দূরে সরিয়ে রাখতে পারেননি। সোমবার সকালে ইকোপার্কে প্রাতঃভ্রমণ করার পাশাপাশি ফুটবলও খেলতে দেখা যায় তাঁকে। অনেকে এও বলেন যে, সকাল সকাল কৌশলে দিলীপ ঘোষ নিজেই খেলা হবে দিবসের সূচনা করে দিলেন। তবে তাঁর শরীর চর্চার অভ্যাস দীর্ঘদিনের। ফলে এ নিয়ে সামান্য জলঘোলা হলেও দ্রুতই তা চাপা পড়ে যায়।

দুপুরে তিনি একটি টুইট করেন। যেখানে ১৯৪৬-এর নারকীয় ঘটনার কথা উল্লেখ করে তা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন। দিলীপ লেখেন, “কলকাতায় হিন্দু নরসংহার। বাংলার ইতিহাসের একটি কালো দিন। সুপরিকল্পিতভাবে বাম এবং কংগ্রেস হিন্দু বাঙালির স্মৃতি থেকে এই দিনটি মুছে ফেলার চেষ্টা করেছে।”

ঠিক কী হয়েছিল ১৯৪৬ সালের ১৬ অগস্ট?

ভারত স্বাধীনতা পাওয়ার এক বছর আগের কথা, ১৬ অগস্ট দেশ ধর্মীর সহিংসতার এমন একটা ছবি দেখেছিল যা ভাবলে এখনও সকলে শিহরিত হন। পাকিস্তানের প্রতিষ্ঠাতা তথা মুসলিম লিগ নেতা মহম্মদ আলি জিন্না এই দিনটিকে ডাইরেক্ট অ্যাকশন ডে হিসেবে ঘোষণা করেছিলেন। এরপর কয়েক ঘণ্টার মধ্যে কলকাতা শহরে নির্বিচারে হিন্দুদের হত্যা করা হয়। এই ঘটনাই পরিচিত ‘দ্য গ্রেট ক্যালকাটা কিলিং’ হিসেবে। আরও পড়ুন: সকালেই হাত ছাড়েন কংগ্রেসের, দুপুর গড়ানোর আগেই তৃণমূলে যোগদান অসমের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবের