Suvendu Adhikari: ‘ছোট্ট ডাক্তার বোনটির আত্মা হয়ত কষ্ট পেত’, তাই রাজভবনে গেলেন না শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari: স্বাধীনতা দিবসে চা চক্রের আয়োজন করা হয়েছিল রাজভবনে। সেখানে মমতা বন্দ্যোপাধ্য়ায় সহ তৃণমূল নেতাদের দেখা গেলেও, উপস্থিত হননি বিরোধী দলনেতা।
এদিন চা চক্রের একটি ছবি পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন, “স্বাধীনতা দিবস উপলক্ষে রাজভবনের চা চক্রে মাননীয় রাজ্যপাল আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু এদের (উপস্থিতি অতিথি) সঙ্গে দেখা হয়ে হলে আমার ছোট্ট ডাক্তার বোনটির বিদেহী আত্মা হয়ত কষ্ট পেত। তাই আমন্ত্রণ রক্ষা করা সম্ভব হয়নি।” চা চক্রের ছবির সঙ্গে আমন্ত্রণপত্রটিও পোস্ট করেছেন শুভেন্দু।
উল্লেখ্য, ১৫ অগস্টের চা চক্রে ১০ জনের প্রতিনিধি দলকে নিয়ে রাজভবনে যান মমতা বন্দ্যোপাধ্য়ায়। তবে অনুষ্ঠানের জায়গায় মমতা জাননি বলে সূত্রের খবর। পরে বাইরে বেরিয়ে তিনি জানান, একফোঁটা জলও স্পর্শ করেননি তিনি। রাজ্য-রাজ্যপাল বিরোধের বিষয়টি বারবার সামনে এলেও মমতাকে উপস্থিত থাকতে দেখা যায় রাজভবনে। তিনি জানান, একা যেতে অসুবিধা ছিল তাঁর, তবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বলে ১০-১২ জনকে সঙ্গে নিয়ে গিয়েছেন তিনি।
রাজভবন সূত্রে খবর, কমিশনার এবং মেয়রকে আনুষ্ঠানিকভাবে এদিন আমন্ত্রণ জানানো হয়নি। আর তা নিয়ে ঘনিষ্ঠমহলে মুখ্যমন্ত্রী ক্ষোভও প্রকাশ করেন।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)