Suvendu Adhikari: নন্দিনী চক্রবর্তীর নিয়োগ ‘অবৈধ’, আইনি লড়াইয়ের ইঙ্গিত শুভেন্দুর

Suvendu Adhikari: শুভেন্দু লিখেছেন,  ‘‘রাজ্য প্রশাসনের ১৩ জন অতিরিক্ত মুখ্যসচিব এবং ৫ জন প্রধানসচিবকে বাদ দিয়ে স্বরাষ্ট্র দফতর অবৈধ ভাবে স্বরাষ্ট্রসচিব নিয়োগ করেছে।’’  তিনি যে এই বিষয়টিতে অনেক দূর পর্যন্ত যাবেন, তারও হুঁশিয়ারি দেন শুভেন্দু। 

Suvendu Adhikari:  নন্দিনী চক্রবর্তীর নিয়োগ 'অবৈধ', আইনি লড়াইয়ের ইঙ্গিত শুভেন্দুর
নন্দিনী চক্রবর্তীর নিয়োগ অবৈধ: শুভেন্দুImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 02, 2024 | 5:05 PM

কলকাতা: রাজ্যের নব নিযুক্ত স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তীর নিয়োগকে  ‘অবৈধ’ বললেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর  এই অভিযোগ তুলে রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দিলেন শুভেন্দু।  নন্দিনী চক্রবর্তীকে স্বরাষ্ট্রসচিব হিসাবে ঘোষণার ৪৮ ঘণ্টা পর নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন শুভেন্দু। সেখানে  পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমারের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি নন্দিনীর নিয়োগ অবৈধ বলেও উল্লেখ করেন তিনি।

শুভেন্দু লিখেছেন,  ‘‘রাজ্য প্রশাসনের ১৩ জন অতিরিক্ত মুখ্যসচিব এবং ৫ জন প্রধানসচিবকে বাদ দিয়ে স্বরাষ্ট্র দফতর অবৈধ ভাবে স্বরাষ্ট্রসচিব নিয়োগ করেছে।’’  তিনি যে এই বিষয়টিতে অনেক দূর পর্যন্ত যাবেন, তারও হুঁশিয়ারি দেন শুভেন্দু।

রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার আরও অভিযোগ, কেবল স্বরাষ্ট্রসচিবই নয়, এর আগে একাধিকবার অবৈধ ভাবে আমলা আধিকারিকদের নিয়োগ করেছেন মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে রাজীব কুমারের প্রসঙ্গও টেনে আনেন তিনি। তাঁর বক্তব্য, রাজীব কুমার আইপিএস হওয়া সত্ত্বেও তাঁকে তথ্য ও প্রযুক্তি দফতরের সচিব কেন করা হল, সে প্রশ্নও তোলেন শুভেন্দু।

প্রসঙ্গত, রবিবার বছরের শেষ দিনে নবান্নের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়। নতুন স্বরাষ্ট্রসচিব এবং মুখ্যসচিবের নাম ঘোষণা করা হয়। স্বরাষ্ট্রসচিব পদ থেকে মুখ্যসচিব হন বিপি গোপালিকা। আর পর্যটন দফতরের সচিব নন্দিনী চক্রবর্তীকে করা হয় স্বরাষ্ট্রসচিব। ইতিমধ্যে নন্দিনী চক্রবর্তী নবান্নে এসে কাজও শুরু করেছেন। তাঁর নিয়োগের বৈধতা নিয়েই প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী।