Hazra BJP Rally Key Highlights: তিনটি তারিখ মানে সরকার পরিবর্তন হবে, একথা বলিনি: শুভেন্দু

Suvendu Adhikari: এখনও পর্যন্ত আজকের দিনে সেই অর্থে বড় কোনও ঘটনা ঘটেনি। তাহলে কি আজ হাজরার সভামঞ্চ থেকেই সেই 'ধামাকা' আসতে চলেছে? সেই দিকেই নজর এখন রাজ্য রাজনীতির পর্যবেক্ষকদের।

Hazra BJP Rally Key Highlights: তিনটি তারিখ মানে সরকার পরিবর্তন হবে, একথা বলিনি: শুভেন্দু
হাজরার সভামঞ্চে শুভেন্দু অধিকারী
Follow Us:
| Edited By: | Updated on: Dec 12, 2022 | 9:17 PM

কলকাতা: বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ডিসেম্বরের যে তিনটি তারিখের কথা উল্লেখ করেছেন, সোমবার তার পয়লা দিন। ১২ ডিসেম্বর। আজ বিকেলে হাজরা মোড়ে সভা করেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মকাণ্ডের অন্যতম চর্চিত ভূমি হল হাজরা। আর সেখানেই এদিন শুভেন্দুদের সভা ঘিরে দিনের শুরু থেকেই চড়ছিল রাজনৈতিক উত্তাপ। সোমবার বিকেল পর্যন্ত সেই অর্থে বড় কোনও ঘটনা ঘটেনি। তাহলে কি আজ হাজরার সভামঞ্চ থেকেই কোনও বড় বার্তা মিলবে? সেই দিকেই নজর ছিল রাজ্য রাজনীতির পর্যবেক্ষকদের।

তৃণমূলের দুর্গে ‘গেরুয়া’ হুঙ্কার

S Adhikari

শুভেন্দু অধিকারী

  1. ডিসেম্বরে দুর্নীতি,স্বেচ্ছাচারিতাকে পাল্টাতে হবে: শুভেন্দু
  2. “তিনটে স্লোগান, ভূতমুক্ত, মেধাযুক্ত কর্মসংস্থান… কাটমানিমুক্ত নাগরিক পরিষেবা, রাজনীতিমুক্ত পুলিশ। এই পুলিশকে দিয়ে পঞ্চায়েত ভোট করবেন? এদেরকে উৎখাত করতেই হবে।” বললেন শুভেন্দু
  3. পুলিস বাবা পাড় করেগা… এক দেশ, এক পোষাক পুলিশের যদি পাস হয়, তাহলে কী হবে আমি বলতে পারছি না: শুভেন্দু
  4. ২০২৪ সালের নির্বাচনের আগেই সিএএ কার্যকর হবে: শুভেন্দু
  5. যাঁদের চাকরি যাবে, তাঁরা পরিবার নিয়ে এখানে আসবেন  এবং বলবেন কোন নেতাকে টাকা দিয়েছেন: শুভেন্দু
  6. বাবুসোনা একাই খেয়ে নিয়েছেন এক হাজার কোটি টাকা: শুভেন্দু
  7. আজকের গুরুত্বপূর্ণ তারিখ। সেই তারিখটা হয়ত সিস্টেম অনুযায়ী, হয়ত অন্য কোনও কারণ থাকতে পারে, ১৩ জানুয়ারি করা হয়েছে: শুভেন্দু
  8. ডিসেম্বরে এই সরকারের উপর আমাদের লড়াই অন্তিম জায়গায় পৌঁছে গিয়েছে, তিনটে তারিখ বলেছিলাম: শুভেন্দু
  9. মর্নি ওয়াক করতে গিয়ে প্রেসকে কিছু বলি না: শুভেন্দু
  10. বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে, গিমিক পছন্দ করি না: শুভেন্দু অধিকারী
  11. ডিসেম্বরের যে তিনটি তারিখের কথা শুভেন্দু অধিকারী উল্লেখ করেছেন, আজ তার পয়লা দিন। হাজরার সভায় ডিসেম্বর মাসের তিন তারিখের কথাও উঠে আসে। শুভেন্দু বললেন, “আমি তিনটি তারিখ আপনাদের বলেছিলাম। ১২, ১৪ ও ২১ তারিখ। কেন বলেছিলাম? এই তিনটি তারিখ মানে সরকার পরিবর্তন হবে, একথা বলিনি। ৭০ জন নিয়ে আমরা অন্যের বিধায়কদের ভাঙিয়ে সরকার তৈরি করতে, এটা আমাদের দল মানে না, আমরা চাইও না।”
  12. টেট পরীক্ষা নিয়েও রাজ্যকে খোঁচা দেন শুভেন্দু অধিকারী। বললেন, “টেট সফল হয়নি। পরীক্ষার দিন সকালে স্কুলের সিসিটিভি চুরি? এর নাম টেট?”
  13. “ভয় আপনার লেগেছে। আপনি পুলিশের উপরের নির্ভর করে টিকে আছেন। ইয়ে ডর মুঝে আচ্ছা লগ রাহা হ্যায়”, খোঁচা শুভেন্দুর।
  14. শুভেন্দু বললেন, “বাবুসোনা আপনি আজ কোথায় আছেন? একসঙ্গেই মেঘালয়ে গিয়েছেন। কয়েকদিন আগে আমার হোমটাউনে সভা করতে গিয়েছিলেন। অনেক কথা তিনি বলেছেন কাঁদতে কাঁদতে। বাবুসোনা বলেছিলেন, উনি সভা করতে এসেছেন, আর আমি নাকি আমার হোমটাউন ছেড়ে ডায়মন্ডহারবারে লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছি। তা আজ আপনি আর আপনার পিসিমা কেন পালিয়েছেন? লেজ গুটিয়ে পালিয়েছেন?”
  15. মমতার মুখ দিয়ে ‘জয় শ্রীরাম’ বলিয়ে ছাড়ব : রাহুল সিনহা
  16. সভামঞ্চে এসে পৌঁছেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। হাজরার মেগা সভায় বঙ্গ বিজেপির দুই তাবড় নেতা শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার একমঞ্চে। রয়েছেন অন্যান্য নেতারাও। সভামঞ্চ থেকেই সকলে হাতে হাত ধরে মমতার পাড়ায় দাঁড়িয়ে ক্ষমতা প্রদর্শন বিজেপি নেতাদের।

    BJP Rally in Hazra

    হাতে হাত ধরে বার্তা বিজেপির নেতৃত্বের

  17. হাজরার সভামঞ্চ থেকে কড়া ভাষায় আক্রমণ শানালেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। বললেন, “ইঁদুরের কলটা এনেছেন তো? আছে তো ইঁদুর ধরার কল? ইঁদুরকে কিন্তু ধরতেই হবে। ধেড়ে ইঁদুরকে ধরতেই হবে। ইঁদুর এখন পালিয়ে বেরাচ্ছে। ধেড়ে ইঁদুর এখন মেঘালয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গে ঢুকতেই ধেড়ে ইঁদুরকে ধরা হবে।”

    Agnimitra Hazra

    হাজরার সভামঞ্চে অগ্নিমিত্রা

  18. বিকেল সাড়ে চারটার কিছু পরে হাজরায় পৌঁছে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঞ্চের সামনে উপচে পড়া ভিড়। আশুতোষ কলেজের সামনে গাড়ি থেকে নেমে হেঁটেই সভামঞ্চ পর্যন্ত যান তিনি। প্রদীপ, ফুল দিয়ে তাঁকে বরণ করে নেন বিজেপির কর্মী ও সমর্থকরা। শমীক লাহিড়ি, স্বপন দাশগুপ্ত, রাহুল সিনহা, তমোঘ্ন ঘোষ, অগ্নিমিত্রা পল সহ মঞ্চে উপস্থিত অন্যান্য নেতাদের অভিবাদন জানান তিনি।

    Suvendu in Hazra

    হাজরার সভামঞ্চে শুভেন্দু অধিকারী

  19. নিজাম প্যালেস থেকে হাজরার উদ্দেশে রওনা দিয়েছেন শুভেন্দু অধিকারী। রওনা দেওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “ওবিসি রোস্টার ভুল। দ্রুত পঞ্চায়েত ভোট চেয়েছি। কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর নিরাপত্তায় ভোট চেয়েছি। আদালতের পর্যবেক্ষণে ভোট চেয়েছি। তার আগে চেয়েছি, ওবিসি সংরক্ষণ সঠিকভাবে করা হোক। কারণ পঞ্চায়েত আইনে আছে, ২০১১-র আদমসুমারি অনুযায়ী সংরক্ষণ হবে। তফসিল জাতি ও উপজাতিভুক্তদের জন্য করেছে। ওবিসির ক্ষেত্রে করেনি। কারণ, গোটা ভারতে ওবিসি আলাদা, পশ্চিমবঙ্গের আলাদা। এক্ষেত্রে বিকল্প ব্যবস্থা পঞ্চায়েতের আইনে বলা আছে সার্ভে। সার্ভে মানে ডোর টু ডোর সার্ভে। ওবিসি রোস্টার সার্ভে করে তৈরি করে দ্রুত পঞ্চায়েত নির্বাচন আমরা চাই।”

    Suvendu in Nizam

    নিজাম থেকে বেরোচ্ছেন শুভেন্দু অধিকারী

  20. ইতিমধ্যেই সভামঞ্চে পৌঁছে গিয়েছেন রাহুল সিনহা, অগ্নিমিত্রা পলের মতো রাজ্য বিজেপির প্রথম সারির নেতা-নেত্রীরা।
  21. শুভেন্দু অধিকারী এদিন সভামঞ্চ থেকে কী বার্তা দেন, তার জন্য মুখিয়ে রয়েছেন বিজেপির দলীয় কর্মী ও সমর্থকরাও। প্রসঙ্গত, বিজেপির রাজ্য নেতৃত্ব বিগত বেশ কিছুদিন ধরে দাবি করে আসছিল, ডিসেম্বর মাসে বড় কিছু হতে চলেছে। পরবর্তী সময়ে আরও একধাপ এগিয়ে শুভেন্দু অধিকারী তিনটি তারিখের কথা ঘোষণা করে বলেছিলেন, ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’। যা নিয়ে আরও বেড়েছে রাজনীতির উত্তাপ। এদিন তৃণমূলের শক্ত ঘাঁটি হাজরায় শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের সভা নিয়ে তাই চর্চা তুঙ্গে। বহু বিজেপির কর্মী ও সমর্থক ইতিমধ্য়েই এসে ভিড় করেছেন সভামঞ্চের সামনে।

    BJP Rally Hazra

    হাজরায় বিজেপির সভা

  22. হাজরা মোড়ের উদ্দেশে রওনা দেওয়ার আগে নিজাম প্যালেসে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়েছিল ১২ ডিসেম্বেরর বিষয়ে। কিন্তু সেই নিয়ে এখনই কোনও মন্তব্য করতে চাইছেন না নন্দীগ্রামের বিধায়ক। তাঁর বক্তব্য, “এখানে বলব না, যা বলার ওখানে বলব।”

    Suvendu BJP Leader

    নিজাম প্যালেসের বাইরে শুভেন্দু অধিকারী

  23. বিজেপি নেতা তমোঘ্ন ঘোষের নেতৃত্বে বিজেপির একটি বিশাল মিছিল শুরু হয় জগুবাবুর বাজার থেকে শুরু হয়। গন্তব্য হাজরা মোড়ের বিজেপির সভা। ভবানীপুর থানা, আশুতোষ কলেজ পার করে উত্তর কলকাতার ওই বিশাল মিছিল গিয়ে পৌঁছায় হাজরায়।

    উত্তর কলকাতা জেলা বিজেপির মিছিল