Suvendu Adhikari: ‘সর্বভারতীয়’ মুছবে কবে? তৃণমূলকে খোঁচা শুভেন্দুর
TMC derecognized as National Party: তৃণমূল কংগ্রেসের জাতীয় দলের তকমা সরানোর জন্য শুভেন্দু অধিকারী এর আগে অনুরোধ করেছিলেন জাতীয় নির্বাচন কমিশনকে। সেই কথাও নিজের টুইটে উল্লেখ করেছেন শুভেন্দু।
কলকাতা: সোমবার সন্ধেয় বড় ধাক্কা তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress)। জাতীয় দলের (National Party) তকমা হারিয়েছে তৃণমূল। মণিপুর ও অরুণাচল প্রদেশের রাজ্য দলের তকমাও হারিয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এই কথা। আর তারপরই খোঁচা দিতে শুরু করেছে বিজেপি। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) টুইটে প্রশ্ন তুলে দিয়েছেন, ‘সর্বভারতীয়’ মুছবে কবে তৃণমূল কংগ্রেস? তৃণমূলের জাতীয় দলের তকমা মুছে দেওয়ার জন্য মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকেও ধন্যবাদ জানিয়েছেন শুভেন্দু।
I sincerely thank Hon’ble Chief Election Commissioner of India Shri @rajivkumarec Ji (IAS) & @ECISVEEP for derecognising @AITCofficial as a National Party. I raised this issue after Tripura Elections as TMC failed to fulfill the criteria. When are you removing “AI” @AITCofficial? https://t.co/GJccot0ubx pic.twitter.com/qkHF2ZLmOs
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) April 10, 2023
উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের জাতীয় দলের তকমা সরানোর জন্য শুভেন্দু অধিকারী এর আগে অনুরোধ করেছিলেন জাতীয় নির্বাচন কমিশনকে। সেই কথাও নিজের টুইটে উল্লেখ করেছেন শুভেন্দু। বিরোধী দলনেতার বক্তব্য, ত্রিপুরার নির্বাচনের পরেই তৃণমূল জাতীয় দলের যোগ্যতা হারিয়েছিল। এই বিষয়ে গত ২ মার্চ জাতীয় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে একটি টুইট করেছিলেন শুভেন্দু অধিকারী। সেখানেও বিরোধী দলনেতার দাবি করেছিলেন, তৃণমূল জাতীয় দলের মর্যাদা পাওয়ার মাপকাঠি পূরণ করতে পারেনি এবং সেই কারণে তৃণমূলের জাতীয় দলের তকমা সরানো হোক।
শুভেন্দু অধিকারীর বক্তব্য ছিল, জাতীয় দলের মর্যাদা পাওয়ার জন্য কোনও দলের লোকসভায় দুই শতাংশ আসন থাকার দরকার অন্তত তিনটি রাজ্য থেকে। শুভেন্দুর দাবি, এক্ষেত্রে তৃণমূলের পর্যাপ্ত সাংসদ থাকলেও তা কেবল একটি রাজ্য থেকে (পশ্চিমবঙ্গ)। তিনটি রাজ্য থেকে নয়। জাতীয় দলের মর্যাদা পাওয়ার জন্য অন্যান্য মাপকাঠিগুলির কথাও তুলে ধরেছিলেন শুভেন্দু সেখানে। যেমন কোনও চারটি রাজ্য থেকে লোকসভা বা বিধানসভা নির্বাচনে মোট ভোটের ৬ শতাংশ পেতে হবে দলটিকে এবং লোকসভায় অন্তত চারজন সাংসদ থাকতে হবে। শুভেন্দুর দাবি, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কিংবা ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল চারটি রাজ্য থেকে ৬ শতাংশ ভোট পায়নি।
এছাড়া চারটি রাজ্যের রাজ্য দলের তকমা থাকলেও জাতীয় দলের মর্যাদা পাওয়া যায়। রাজ্য দলের তকমা পাওয়ার জন্য বিধানসভা নির্বাচনে ৬ শতাংশ ভোট এবং অন্তত দুইজন বিধায়ক থাকা দরকার। কিংবা শেষ লোকসভা নির্বাচনে ওই রাজ্য থেকে ৬ শতাংশ ভোট ও অন্তত একজন সাংসদ থাকা দরকার। শুভেন্দুর দাবি ছিল, গত পাঁচ বছরে পশ্চিমবঙ্গ ছাড়া ত্রিপুরা, গোয়া ও মেঘালয়ে লড়েছে তৃণমূল। সেক্ষেত্রে গোয়া ও ত্রিপুরায় তৃণমূলে সেই মাপকাঠি পূরণ করেনি বলেই দাবি ছিল শুভেন্দুর।