Suvendu Adhikari: নন্দীগ্রামের পথ দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে শুভেন্দু, সর্বোত্তম চিকিৎসার আশ্বাস

Suvendu Adhikari: নন্দীগ্রামের পথ দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করলেন সেখানকার বিধায়ক তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন শুভেন্দু। হাসপাতালের চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন তিনি।

Suvendu Adhikari: নন্দীগ্রামের পথ দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে শুভেন্দু, সর্বোত্তম চিকিৎসার আশ্বাস
শুভেন্দু অধিকারী
Follow Us:
| Edited By: | Updated on: May 11, 2023 | 10:08 PM

কলকাতা: নন্দীগ্রামের ভয়াবহ পথ দুর্ঘটনায় (Nandigram Road Accident) আহত কার্তিক গড়াই ও বলাই বেরা কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে। কার্তিকবাবু ভর্তি রয়েছেন সিসিইউতে। বলাই বেরা ভর্তি রয়েছেন হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে। উভয়েরই আঘাত অত্যন্ত গুরুতর। বলাইবাবুর ইতিমধ্যেই একটি অপারেশন হয়েছে। বর্তমানে অবশ্য দুইজনের অবস্থাই স্থিতিশীল। এদিন ওই বেসরকারি হাসপাতালে গিয়ে নন্দীগ্রামের পথ দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করলেন সেখানকার বিধায়ক তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন শুভেন্দু। হাসপাতালের চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন তিনি। চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর আহতদের দ্রুত সুস্থতার বিষয়েও আশাবাদী বিরোধী দলনেতা। এই নিয়ে একটি টুইটও করেছেন শুভেন্দু।

বিরোধী দলনেতা টুইটারে আরও জানিয়েছেন, দুর্ঘটনায় বাকি আহতদেরও জেলায় চিকিৎসা চলছে এবং বিজেপির নন্দীগ্রামের দলীয় কর্মীরা তাঁদের দেখভাল করছেন। গতকালের পথ দুর্ঘটনায় আহত প্রত্যেকের যাতে সবথেকে ভাল মানের চিকিৎসা পরিষেবা মেলে, তা তিনি নিশ্চিত করবেন বলেও জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

গতকাল দুপুরে এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা ঘটেছিল নন্দীগ্রামে। বাসটি চণ্ডীপুর থেকে নন্দীগ্রামের দিকে যাচ্ছিল। সেই সময়েই ঘটে যায় এই দুর্ঘটনা। উল্টোদিক থাকা আসা একটি ট্রেকারে গিয়ে সরাসরি ধাক্কা মারে বাসটি। ট্রেকার ও বাস দুটিই দুমড়ে-মুচড়ে যায়। দুইজনের মৃত্যু হয়েছিল ওই দুর্ঘটনায়। দুর্ঘটনার পর গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শোকপ্রকাশ করেছিলেন।