Suvendu Adhikari: মমতার গড়ে আজ সভা শুভেন্দুর, রাত্রিবেলা রওনা দেবেন দিল্লিতে
Kolkata: আজ খোদ মুখ্যমন্ত্রীর ডেরায় ঢুকে হুংকারের তোড়জোড় শুরু হয়েছে বঙ্গ বিজেপির। বিকেলবেলা হাজরায় বহুদিন পর একই মঞ্চে থাকবেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী।
কলকাতা: আজ হাইভোল্টেজ সোমবার। কারণ ডিসেম্বর ধামাকার পয়লা তারিখ বারোই ডিসেম্বর।আর এমনই তেতে থাকা দিনে রাজনৈতিক জমি কাড়তে মরিয়া বঙ্গ বিজেপি। খোদ মুখ্যমন্ত্রীর গড় হাজরায় সভা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। তবে শুধু কলকাতায় (Kolkata) নয়, দিল্লিতেও যাবেন শুভেন্দু। আগামিকাল রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক। সেই কারণে আজ রাতেই রওনা দেবেন শুভেন্দু।
আজ খোদ মুখ্যমন্ত্রীর ডেরায় ঢুকে হুংকারের তোড়জোড় শুরু হয়েছে বঙ্গ বিজেপির। বিকেলবেলা হাজরায় বহুদিন পর একই মঞ্চে থাকবেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় নেতাদের বাদ দিয়েই বিজেপির তৃণমূলের খাস তালুকে মেগা সমাবেশের চ্যালেঞ্জ। আর ভোটের বাংলায় দুই শীর্ষ নেতার ভোকাল টনিকের অপেক্ষায় এখন রাজ্যের গেরুয়া শিবির।তবে শুধু পদ্মশিবিরই নয়, হাজরার সভায় বাড়তি নজর শাসক শিবিরেরও।
এ দিন, হাজরার সভা করার পর রাত্রিবেলাই দিল্লি সফরে পৌঁছবেন শুভেন্দু অধিকারী। রাজধানীতেও রয়েছে ঠাসা কর্মসূচি বিরোধী দলনেতার। মঙ্গলবার খোদ অমিত শাহর সঙ্গে বৈঠক। সব মিলিয়ে মঙ্গলের মেগা শিডিউল ফোকাসে। নতুন কোনও তারিখ, নতুন কোনও হুংকার নাকি ডিসেম্বর ধামাকা নিয়ে আরও খোলসা করবেন বিজেপি বিধায়ক। তাই শাহ-শুভেন্দুর বৈঠকে তীক্ষ্ণ নজর শাসক থেকে বিরোধী সব পক্ষের।
তবে শুধু কেন্দ্রীয় মন্ত্রী নয়, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে নাড্ডার মুখোমুখিও হতে পারেন শুভেন্দু।বুধবারই সুকান্তর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল অমিত শাহের দফতর থেকে।বৃহস্পতিবার তাঁকে বৈঠকে উপস্থিত থাকার কথা বলা হয়েছিল। কিন্তু পরে সেই বৈঠক বাতিল হয়ে যায়।
উল্লেখ্য, সদ্য দিল্লি সফর সারলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারই দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করেন তিনি। মূলত শীতকালীন অধিবেশন নিয়ে রণকৌশল ঠিক করতেই বৈঠক করেছেন তিনি। আর মমতা দিল্লিতে থাকাকালীন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং নিজে ফোন করে ১০০ দিনের টাকা মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারকে।