Recruitment Scam: সাড়ে ১০ ঘণ্টার জেরাতেও মিলল না টাকার অঙ্কের হিসাব, নথি নিয়ে আজ তাপসকে ফের তলব ইডির
SSC Scam: এ দিন সকাল ১১টা নাগাদ নথি নিয়ে পুনরায় ইডি অফিসে হাজিরা দেওয়ার কথা রয়েছে তাপস মণ্ডলের।
কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যে সক্রিয় হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি (ED)। বুধবার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত তাপস মণ্ডলকে ফের জিজ্ঞাসাবাদের জন্য কলকাতায় ডেকে পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। দুপুর প্রায় পৌনে ১২ টা নাগাদ ইডি অফিসে হাজিরা দেন তাপস। রাত্রি প্রায় সাড়ে ১০টা নাগাদ ইডি অফিস থেকে বের হন তিনি। ইডি সূত্রে খবর, অফলাইনে ভর্তির যে তালিকা এ দিন তিনি জমা দিয়েছেন, সেই তালিকার সঙ্গে টাকার অঙ্কের হিসেবের অমিল রয়েছে। সেই কারণে আজ অর্থাৎ বৃহস্পতিবার ফের হাজিরা দিতে আসবেন তিনি। এ দিন সকাল ১১টা নাগাদ নথি নিয়ে পুনরায় ইডি অফিসে হাজিরা দেওয়ার কথা রয়েছে তাপস মণ্ডলের।
তাপস মণ্ডলের সঙ্গে যে মানিক ভট্টাচার্যের যোগাযোগ ছিল, সে কথা আগেই Tv9 বাংলাকে জানিয়েছিলেন তাপস বাবু। গতকাল ইডি অফিসে হাজিরা দেওয়ার আগে বিস্ফোরক দাবি করেন তাপস মণ্ডল। অফলাইনে ভর্তির ৫ হাজার টাকা করে দেওয়া হত মানিক ভট্টাচার্যকে। গতকাল এমনটাই জানান তিনি। বলেন, ‘অফলাইনের (ভর্তির) যেগুলি বলেছিলাম, সেগুলি চেয়েছে… আমি দিতে যাচ্ছি।’ শুধু তাই নয়, অফলাইনে ভর্তির টাকা মহিষবাথানে তাঁর অফিসে মানিক ভট্টাচার্যকে দেওয়া হয়েছে কি না, সেই বিষয়ে প্রশ্নের উত্তরে তাপস বাবু বলেন, ‘অফিস থেকে লোক পাঠিয়েছিল। আমার স্টাফরা তাই বলেছে। স্টাফরা বলেছে, অফিস থেকেই ফাইল ও টাকা যেত।’ কার কাছে যেত সেই টাকা? প্রশ্ন করতেই তাপস জানান, ‘নিশ্চয়ই উনি লোক পাঠাতেন মানে ওনার কাছেই যেত।’ কে পাঠাতেন, উনি বলতে কাকে বোঝাতে চাইছেন তিনি? প্রশ্ন করায় উত্তর এল, ‘মানিক বাবু।’ তাপস মণ্ডল কি জানতেন এই টাকা দেওয়ার বিষয়টি? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ, পাঁচ হাজার টাকা করে অফলাইনের ফি তো দিতেই হত।’
এরপর গতকাল রাত্রিবেলা ইডি জেরা থেকে বের হন তিনি। তবে গোয়েন্দাদের অনুমান অফলাইনের ভর্তির যে নথি বুধবার তিনি জমা দিয়েছেন তার মধ্যে হিসেবের গড়মিল রয়েছে। তাই আজ আবারও গোয়েন্দাদের জেরা মুখে পড়তে হতে পারে তাঁকে।