হাইকোর্টে স্বস্তি শুভেন্দু-ঘনিষ্ঠ চঞ্চল নন্দীর, ক’টা মামলা জানাতে হবে রাজ্যকে
শুধু ত্রিপল চুরি নয়, আর্থিক প্রতারণার মামলাতেও এফআইআর হয়েছে চঞ্চল নন্দীর বিরুদ্ধে।
কলকাতা: ত্রিপল চুরির মামলায় কিছুটা স্বস্তি পেলেন শুভেন্দু ঘনিষ্ঠ চঞ্চল নন্দী। আপাতত গ্রেফতার করা যাবে না তাঁকে। তবে তাঁর বিরুদ্ধে ত্রিপল চুরি ছাড়াও বেশ কয়েকটি এফআইআর হয়েছে। তাই এ দিন তিনি আদালতে জানতে চান তাঁর বিরুদ্ধে ঠিক কটা মামলা আছে। তাঁর আবেদন, তাঁর নামে ক’টি মামলা আছে, তা জানাতে হবে রাজ্যকে।
আজ, বৃহস্পতিবার ছিল ত্রিপল চুরির সেই মামলার শুনানি। এ দিন বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দেন, চঞ্চল নন্দীকে আপাতত গ্রেফতার করা যাবেনা। রাজ্যকে জানাতে হবে তাঁর বিরুদ্ধে কটি মামলা আছে। ফের পাঁচ সপ্তাহ পর হবে শুনানি। কাঁথির পুরভবন থেকে ত্রিপল চুরি গিয়েছিল। সেই ঘটনায় অভিযোগ ওঠে চঞ্চলের বিরুদ্ধে। এ দিন আদালতের নির্দেশের পর স্বস্তি পেয়েছেন তিনি।
সেচ দফতরের অবসরপ্রাপ্ত কর্মী চঞ্চল নন্দীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে মানিকতলা থানাতেও। আর্থিক প্রতারণার ঘটনায় নাম জড়িয়েছে তাঁর। ২০১৯ সাল থেকে সেচ দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী ছিলেন শুভেন্দু। তার আগে তাঁর হাতে ছিল পরিবহন দফতর। এমনকী, ছয়টি জেলার কো-অর্ডিনেটরও ছিলেন অধিকারী পুত্র। ২০২০ সালে ডিসেম্বর নাগাদ পদত্যাগ করেন অধুনা বিজেপি বিধায়ক। ওই সময়তেই সেচ ও পরিবহন দফতরে আর্থিক প্রতারণার অভিযোগ ওঠে।
আর এক শুভেন্দু ঘনিষ্ঠ রাখাল বেরাও আর্থিক প্রতারণার মামলায় অভিযুক্ত। গত ৬ জুন চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করার অভিযোগে রাখালকে গ্রেফতার করেছিল মানিকতলা থানার পুলিশ। চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি রাখালের বিরুদ্ধে মানিকতলা থানায় অভিযোগ করেন সুজিত দাস নামে অশোকনগরের এক বাসিন্দা।
অন্যদিকে, কাঁথি পুরসভার গোডাউন থেকে লক্ষাধিক টাকার ত্রাণের ত্রিপল লুঠের অভিযোগে চলতি মাসের প্রথম দিকে শুভেন্দু অধিকারী ও সৌমেন্দু অধিকারীর নামে এফআইআর দায়ের হয় কাঁথি থানায়। কাঁথি পুরসভার গোডাউন থেকে লক্ষাধিক টাকার ত্রাণের ত্রিপল লুঠের অভিযোগে গত মাস প্রথম দিকে শুভেন্দু অধিকারী ও সৌমেন্দু অধিকারীর নামে এফআইআর দায়ের হয় কাঁথি থানায়। অভিযোগ ওঠে, কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে কাঁথি পুরসভার পুরনো বিল্ডিং ডরমেটরি মাঠ সংলগ্ন গোডাউন থেকে ত্রিপল বার করা হয়েছে। আর শুভেন্দু অধিকারীর লোকজন তা করিয়েছেন বলে অভিযোগ। আরও পড়ুন: লক্ষ্য জাতীয় রাজনীতি! চলতি মাসেই দিল্লি যেতে পারেন মমতা