শহরে সততার নজির! যাত্রীর টাকা-গয়না সমেত বাক্স ফিরিয়ে দিলেন ট্যাক্সিচালক
সততার এহেন নজিরের জন্য মহেশতলা থানার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় রূপলাল রায়কে।
কলকাতা: ‘সিটি অব জয়’ কলকাতা (Kolkata)। সততা আর মনুষ্যত্ব যে আজও বাস্তব, বারবার তার প্রমাণ দিচ্ছে তিলোত্তমা। এবার সততার নজির গড়লেন এক ট্যাক্সিচালক। তাঁর সততাকে সম্মান জানিয়ে সংবর্ধনা তুলে দিল মহেশতলা থানা। যাত্রীর নগদ টাকা ও গয়না সমেত বাক্স যত্ন সহকারে ফিরিয়ে দিলেন ট্যাক্সিচালক রূপলাল রায়।
ফুচকা বিক্রেতা রাজকুমার সাউ দশ বছর ধরে মহেশতলাতেই থাকেন। তবে তাঁর পৈতৃক বাড়ি বিহারের ছাপড়ায়। সেখান থেকেই মেয়ের বিয়ের জন্য গয়না ও নগদ টাকা ২৮ ডিসেম্বর কলকাতা নিয়ে এসেছিলেন রাজকুমার। বাবুঘাট থেকে মহেশতলা পর্যন্ত ট্যাক্সি ভাড়া করেন ওই ফুচকা বিক্রেতা। মহেশতলা নেমে সব ব্যাগপত্র নামালেও টাকা ও গয়না থাকা বাক্সটি নামাতে ভুলে যান।
আরও পড়ুন: ‘আপনাকে আবার কংগ্রেসের কাছে আসতে হবে, কংগ্রেসের প্রয়োজনে নয়, আপনার নিজের প্রয়োজনে’
যতক্ষণে রাজকুমার উপলব্ধি করেন তিনি বাক্সটি নামাননি, ততক্ষণে বাবুঘাটের দিকে রওনা দিয়েছে রূপলাল রায়ের ট্যাক্সি। অগত্যা মহেশতলা থানায় জিডি করেন রাজকুমার। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ট্যাক্সিটিকে চিহ্নিত করে পুলিস। তারপর জানা যায়, সেদিন ভাড়া নিয়ে ট্যাক্সি চালাচ্ছিলেন শ্যামবাজারের বাসিন্দা রূপলাল রায়। মহেশতলা থানার পুলিস রূপলাল রায়ের বাড়ি গেলে বাক্সটি পুলিসের হাতে তুলে দেন ওই ট্যাক্সিচালক। বুধবার ওই বাক্স ফিরিয়ে দেওয়া হয় রাজকুমারের হাতে। সততার এহেন নজিরের জন্য মহেশতলা থানার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় রূপলাল রায়কে।