Weather Update: কলকাতায় ১৫ ডিগ্রির নিচে নামতে চলেছে তাপমাত্রা, অপেক্ষা আর কতদিনের?

Weather Update: তবে শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের সিংহভাগ জেলাতেই দেখা যাবে ঘন কুয়াশার দাপট। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।

Weather Update: কলকাতায় ১৫ ডিগ্রির নিচে নামতে চলেছে তাপমাত্রা, অপেক্ষা আর কতদিনের?
ফাইল ফোটো
Follow Us:
| Edited By: | Updated on: Dec 11, 2024 | 8:38 PM

কলকাতা: আপাতত আর নেই বৃষ্টির সম্ভাবনা। তেমনটাই বলছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন বাংলার আকাশ মোটের উপর শুষ্কই থাকবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। সকালের দিকে খানিক কুয়াশার দাপট দেখা গেলেও বেলা বাড়লেই রোদ ঝলমলে আকাশের দেখা মিলবে। আবহাওয়া দফতরের কর্তারা সাফ বলছেন, আগামী ৫ দিন বৃষ্টির কোনও দেখা মিলবে না। উল্টে উত্তুরে হাওয়ার দাপট আরও বাড়বে। তাতেই ধীরে ধীরে নামবে বাংলার পারদ। 

তবে শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের সিংহভাগ জেলাতেই দেখা যাবে ঘন কুয়াশার দাপট। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে।  ঘন কুয়াশার জেরে রাস্তায় যান চলাচলের সমস্যার পাশাপাশি বিমান চলাচলেও ব্য়ঘাত ঘটতে পারে। সেই আশঙ্কার কথা আগেই জানিয়ে রেখেছে হাওয়া অফিস। কিছু কিছু জায়গায় দৃশ্যমানতা ৫০ মিটারেও নেমে আসতে পারে। 

তবে বর্তমানে হাওয়ার গতিপ্রকৃতি দেখে হাওয়া অফিসের কর্তারা স্পষ্টতই বলছেন, গোটা রাজ্যজুড়েই তাপমাত্রা আগামী কয়েকদিনে ধীরে ধীরে নামবে। দুই দিনে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারাপতন হতে পারে। সপ্তাহের শেষে শুধুমাত্র কলকাতায় ১৫ ডিগ্রির নিচে নেমে যেতে পারে পারদ। জাঁকিয়ে শীতের পড়তে পারে পশ্চিমের জেলাগুলিতেও।