Jadavpur University: জরুরি বৈঠক ডাকলেন আচার্য বোস, বুধে রাজভবনে তলব যাদবপুর কর্তৃপক্ষকে

Jadavpur University: যাদবপুরে হস্টেলের ব্যালকনি থেকে পড়ে গিয়ে প্রথমবর্ষের ছাত্র মৃত্যুর ঘটনায় সৌরভ, দীপশেখর ও মনোতোষ নামে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের নজরে রয়েছে আরও দুই পড়ুয়া।

Jadavpur University: জরুরি বৈঠক ডাকলেন আচার্য বোস, বুধে রাজভবনে তলব যাদবপুর কর্তৃপক্ষকে
রাজ্যপাল সি ভি আনন্দ বোসImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 15, 2023 | 11:53 PM

কলকাতা: ভাল নেই যাদবপুর (Jadavpur University)। প্রথমবর্ষের পড়ুয়ার মৃত্যুর পর থেকেই উত্তাল ক্য়াম্পাস। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। উঠেছে ব়্যাগিংয়ের অভিযোগ। এদিকে বর্তমানে উপাচার্যহীন অবস্থায় পড়ে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ঘটনার পরেই রাজ্যের এই ১ নম্বর বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিয়ে উঠে গিয়েছে একগুচ্ছ প্রশ্ন। ঘটনায় আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কাঠগড়ায় তুলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবার সেই বোসই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জরুরি কোর্ট মিটিং ডাকলেন। বুধবার বিকাল ৫টায় রাজভবনে এই মিটিং ডাকা হয়েছে বলে সূত্রের খবর। 

বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ে এই বৈঠক বলে মনে করা হচ্ছে। বৈঠকে চেয়ারম্য়ান হিসাবে থাকছেন রাজ্যপাল তথা আচার্য নিজে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডিন, প্রত্যেক বিভাগের প্রধান ও সহ-উপাচার্যের যাওয়ার কথা রয়েছে বলে খবর। বর্তমানে ক্যাম্পাসের অচলাবস্থা নিয়ে উদ্বিগ্নি খোদ রাজ্যপালও। তবে কী বুধবারই ঠিক হয়ে যাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য। এ প্রশ্নের উত্তরে এদিন সন্ধ্যায় সিভি আনন্দ বোস জানান, “সঠিক সময়ে সবটা জানানো হবে। বিষয়টা নজরে আছে। দ্রুত পদক্ষেপ করা হবে।” 

যাদবপুরে হস্টেলের ব্যালকনি থেকে পড়ে গিয়ে প্রথমবর্ষের ছাত্র মৃত্যুর ঘটনায় সৌরভ, দীপশেখর ও মনোতোষ নামে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, পুলিশের নজরে রয়েছে আরও দুই পড়ুয়া। তাঁরা আবার ফেটসুর বড় নেতা বলে খবর। এদের মধ্যে একজন আবার ভিন রাজ্যে গা ঢাকা দিয়েছেন বলে খবর। আর একজনকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।