TET 2023: টেট পরীক্ষার্থীদের জন্য কন্ট্রোল রুম, যানজটে ফাঁসলেই ফোন করুন…
TET 2023: ২০২২ সালের টেটের কথা মনে আছে সকলের। সেবার যানজটে আটকে কোনও কোনও পরীক্ষার্থী হেঁটে পর্যন্ত পরীক্ষাকেন্দ্রে গিয়েছিলেন। মুর্শিদাবাদের সুতি থেকে পরীক্ষা দিতে যাওয়ার সময় বহরমপুরে যানজটে আটকে সেবার পরীক্ষা দিতে যেতে পারেননি বলে অভিযোগ তুলেছিলেন এক পরীক্ষার্থী। ডোমকল গার্লস কলেজে সিট পড়েছিল তাঁর।
কলকাতা: আগামিকাল রবিবার ২৪ ডিসেম্বর প্রাথমিকের টেট। অন্যদিকে এদিনই আবার লক্ষ কণ্ঠে গীতাপাঠ হবে কলকাতায়। তার উপর আবার ক্রিসমাস ইভ। স্বভাবতই এই তিন পর্বকে সামনে রেখে শহরে মসৃণভাবে যান চলাচল করানো সরকারের কাছে একটা বড় চ্যালেঞ্জ। শুধু শহর কেন, গোটা রাজ্যেই টেট পরীক্ষার্থীদের যাতায়াতে যাতে সমস্যা না হয়, সেদিকে নজর সরকারের। টেট পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে রাজ্য সরকার বিশেষ কন্ট্রোল রুম চালু করছে। যার নম্বর 03324751621, 18003455192। সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত এই কন্ট্রোল রুম খোলা থাকবে।
২০২২ সালের টেটের কথা মনে আছে সকলের। সেবার যানজটে আটকে কোনও কোনও পরীক্ষার্থী হেঁটে পর্যন্ত পরীক্ষাকেন্দ্রে গিয়েছিলেন। মুর্শিদাবাদের সুতি থেকে পরীক্ষা দিতে যাওয়ার সময় বহরমপুরে যানজটে আটকে সেবার পরীক্ষা দিতে যেতে পারেননি বলে অভিযোগ তুলেছিলেন এক পরীক্ষার্থী। ডোমকল গার্লস কলেজে সিট পড়েছিল তাঁর।
এ বছর টেটের দিন হিসাবে প্রথম ঠিক হয়েছিল ১০ ডিসেম্বর। পরে সেই দিন বদলে ২৪ তারিখ করা হয়। এদিকে রবিবারই আবার লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে কলকাতায়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাধুসন্ত আসছেন এই অনুষ্ঠানে যোগ দিতে। আসছেন বহু সাধারণ মানুষও। ফলে টেট পরীক্ষার্থীদের জন্য এদিন পরীক্ষাকেন্দ্রে সময়মতো পৌঁছনোটা কিছুটা হলেও চ্যালেঞ্জ বলেই মনে করছে বিভিন্ন মহল।