শেষমেশ কলকাতা বইমেলা হচ্ছে? জানা যাবে আগামিকাল

এ বারের থিম কান্ট্রি বাংলাদেশ। শেখ মুজিবুর রহমানের শতবর্ষ উপলক্ষে বিশেষ আয়োজন করা হবে।

শেষমেশ কলকাতা বইমেলা হচ্ছে? জানা যাবে আগামিকাল
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Feb 04, 2021 | 3:58 PM

কলকাতা: ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা (International Kolkata Book Fair) অনুষ্ঠিত হবে কিনা জানা যাবে এ বার। বুধবার গিল্ড কর্তৃপক্ষের পক্ষ থেকে বইমেলার সাংবাদিক সম্মেলনের কথা জানানো হয়েছে। বৃহস্পতি বার দুপুর ৩টেয় কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকবেন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার তৌফিক হক। থাকবেন পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক সুধাংশুশেখর দে।

এ বারের থিম কান্ট্রি বাংলাদেশ। শেখ মুজিবুর রহমানের শতবর্ষ উপলক্ষে বিশেষ আয়োজন করা হবে। এ বছর মুক্তিযুদ্ধের ৫০ বছর। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন বলে জানানো হয়েছিল বইমেলা কমিটির পক্ষ থেকে। কিন্তু করোনা পরিস্থিতি সব বদলে দিয়েছে। নির্দিষ্ট সময় অনুষ্ঠিত হল না বইমেলা।

সূত্রের খবর, বৃহস্পতি বারের সাংবাদিক সম্মেলনে ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার (International Kolkata Book Fair) দিনক্ষণ ঘোষণা হতে পারে। আশার আলো দেখছেন বইপ্রেমীরা। প্রতি বছর জানুয়ারির শেষে বইমেলা শুরু হয়ে ফেব্রুয়ারির প্রথমে শেষ হয়। শীতকালে বইমেলায় যাওয়া অনেকের বাৎসরিক অভ্যেস। ইতিমধ্যে সেই অভ্যেসে ছেদ পড়েছে। উলটে বইমেলা অনুষ্ঠিত হবে কিনা তাই নিয়ে সংশয় জেগেছে।

আরও পড়ুন: শীতলতম ফেব্রুয়ারিতে এল বৃষ্টির পূর্বাভাস, কবে কোথায় হবে বর্ষণ?

পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের এক কর্তা TV9-কে বলেন, “বুধবার চারটায় গিল্ডের সদস্যদের মিটিং। চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে বৃহস্পতি বার দুপুর তিনটায় সাংবাদিক সম্মেলনে।” বইমেলা (Kolkata International Book Fair) নানা মানুষের প্রাণের উৎসব। এর সঙ্গে জড়িয়ে আছে অনেকের পেশাও। বইমেলার তারিখ জানতে উদগ্রীব অনেকেই। ‘ভাষালিপি’ পত্রিকার পক্ষ থেকে নবনীতা সেন বলেন, “আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছে বইপাড়া। লকডাউনে বিক্রি মার খেয়েছে। আমরা সারা বছর বইমেলার দিকে তাকিয়ে থাকি। এবার বইমেলা হওয়াটা খুবই দরকার। আশা করছি কর্তৃপক্ষ সঠিক ব্যবস্থা নেবেন।”