Cyclone Remal: রেমালের ল্যান্ডফল শুরু, ৪ ঘণ্টা ধরে চলবে প্রক্রিয়া

Cyclone Remal: ইতিমধ্যেই বীরভূম, নদিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, বিধাননগরের বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। কোথাও ঝোড়ো হাওয়ার দাপট রয়েছে। প্রবল বৃষ্টিপাতেরও পূর্বাভাস রয়েছে।

Cyclone Remal: রেমালের ল্যান্ডফল শুরু, ৪ ঘণ্টা ধরে চলবে প্রক্রিয়া
এভাবেই পড়েছে গাছ।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: May 26, 2024 | 9:43 PM

কলকাতা: তীব্র ঘূর্ণিঝড় রেমাল। এখনও পর্যন্ত শক্তিক্ষয়ের কোনও ইঙ্গিত তো নেই-ই। বরং হাওয়া অফিসের সর্বশেষ আপডেট, রেমালের ল্যান্ডফল শুরু হয়ে গিয়েছে। আগামী ৪ ঘণ্টা ধরে ল্যান্ডফল চলবে। আগামী ৬ ঘণ্টা উপকূলে তাণ্ডব চলবে। ঘণ্টায় ১০০-১২০ কিমি বেগে দমকা বাতাস বইবে উপকূলে। আউটার ক্লাউড বাংলার উপকূলে ঢুকতে শুরু করে দিয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কিছুটা পশ্চিম মেদিনীপুর, হাওয়া, হুগলি সমস্ত জায়গায় মেঘ। বিক্ষিপ্ত মেঘপুঞ্জ তৈরি হচ্ছে। বীরভূম, মালদহ, মুর্শিদাবাদেও মেঘ আছে। আগামী কয়েক ঘণ্টায় এই মেঘপুঞ্জ ক্রমেই ভিতরে আসবে, সারারাত জুড়ে চলবে তাণ্ডব। ভরা কটাল, নদীর জলস্তর বাড়তে শুরু করেছে, সেই সময়ই ঘূর্ণিঝড় রেমাল ঢুকবে উপকূলে। কটাল-রেমালের জোড়া ফলায় আজ রাতে কী হতে চলেছে কে জানে?

প্রতি ঘণ্টায় আরও ৩ কিলোমিটার গতি বাড়াল রেমাল। ১৬ কিলোমিটার গতিবেগে এগোচ্ছে স্থলভাগের দিকে। উত্তর বঙ্গোপসাগরে সমুদ্রের মধ্যেই তার সর্বোচ্চ গতিবেগ ১৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় পৌঁছেছে। এই গতিবেগেই স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রেমালের।

এই মুহূর্তে সাগরদ্বীপ থেকে ১২৫ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান তার। বাংলাদেশের খেপুপাড়া থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে। ক্যানিং থেকে রয়েছে ১৩৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে। বাংলাদেশের মংলা বন্দর থেকে ১৫৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে ঘূর্ণিঝড় রেমাল।

ইতিমধ্যেই বীরভূম, নদিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, বিধাননগরের বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। কোথাও ঝোড়ো হাওয়ার দাপট রয়েছে। প্রবল বৃষ্টিপাতেরও পূর্বাভাস রয়েছে।