Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Newtown Zoo: হার মানাবে আলিপুর চিড়িয়াখানাকেও, এক নজরে ঘুরে দেখুন নিউ টাউনের চিড়িয়াখানা

Newtown Zoo: ইতিমধ্যেই উত্তর পূর্ব ভারত থেকে এই চিড়িয়াখানার জন্য একটি জলহস্তিকে আনা হয়েছে।

| Edited By: | Updated on: Dec 29, 2022 | 11:21 AM
কয়েকদিন আগেই আলিপুর চিড়িয়াখানা থেকে জেব্রা নিয়ে আসা হয়েছিল নিউ টাউনের হরিনালয় বা মিনি চিড়িয়াখানায়।আর এবার এক জোড়া জিরাফ আনা হল মিনি চিড়িয়াখানায়। মঙ্গলবার গভীর রাতে রীতিমত কনভয় করে এই দুই ‘হেভিওয়েট ভিআইপি’ কে নিউ টাউনে আনা হয়।

কয়েকদিন আগেই আলিপুর চিড়িয়াখানা থেকে জেব্রা নিয়ে আসা হয়েছিল নিউ টাউনের হরিনালয় বা মিনি চিড়িয়াখানায়।আর এবার এক জোড়া জিরাফ আনা হল মিনি চিড়িয়াখানায়। মঙ্গলবার গভীর রাতে রীতিমত কনভয় করে এই দুই ‘হেভিওয়েট ভিআইপি’ কে নিউ টাউনে আনা হয়।

1 / 6
জিরাফের খবর পেয়ে বুধবার সকাল থেকেই অনেক পর্যটক ভিড় করেন হরিণালয়ে। কিন্তু তাঁদের হতাশ হতে হয়।নিরাপত্তা ও পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য জিরাফ দম্পতিকে আড়ালে রাখা হয়েছে আপাতত। কয়েকদিন পর তাদের দর্শন পাবেন আমজনতা।

জিরাফের খবর পেয়ে বুধবার সকাল থেকেই অনেক পর্যটক ভিড় করেন হরিণালয়ে। কিন্তু তাঁদের হতাশ হতে হয়।নিরাপত্তা ও পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য জিরাফ দম্পতিকে আড়ালে রাখা হয়েছে আপাতত। কয়েকদিন পর তাদের দর্শন পাবেন আমজনতা।

2 / 6
সূত্রের খবর, মঙ্গলবার রাত দেড়টা নাগাদ দুটি টেলারে করে জিরাফ দুটিকে নিউ টাউনে আনা হয়। গোটা কলকাতা ঘুরে ভোর তিনটে নাগাদ তারা পৌঁছয় ইকো পার্কের ৬ ও ৭ নম্বর গেটের মাঝে অবস্থিত হরিণালয়ে। মূল গেট থেকে হরিণালয়ে প্রবেশ করে ডানদিকে পাখিদের খাঁচা পেরিয়ে জিরাফের এনক্লোজার। সেখানেই আপাতত বিশ্রাম ও পর্যবেক্ষণে রাখা হয়েছে দুই নাবগত অতিথিকে।

সূত্রের খবর, মঙ্গলবার রাত দেড়টা নাগাদ দুটি টেলারে করে জিরাফ দুটিকে নিউ টাউনে আনা হয়। গোটা কলকাতা ঘুরে ভোর তিনটে নাগাদ তারা পৌঁছয় ইকো পার্কের ৬ ও ৭ নম্বর গেটের মাঝে অবস্থিত হরিণালয়ে। মূল গেট থেকে হরিণালয়ে প্রবেশ করে ডানদিকে পাখিদের খাঁচা পেরিয়ে জিরাফের এনক্লোজার। সেখানেই আপাতত বিশ্রাম ও পর্যবেক্ষণে রাখা হয়েছে দুই নাবগত অতিথিকে।

3 / 6
হরিণালয় সূত্রে খবর, এখানে এক ডজন এনক্লোজার বানানো হয়েছে বাঘ, সিংহ, হরিণ, জলহস্তি, জিব্রা, জিরাফ প্রভৃতি রাখার জন্য।

হরিণালয় সূত্রে খবর, এখানে এক ডজন এনক্লোজার বানানো হয়েছে বাঘ, সিংহ, হরিণ, জলহস্তি, জিব্রা, জিরাফ প্রভৃতি রাখার জন্য।

4 / 6
ইতিমধ্যেই উত্তর পূর্ব ভারত থেকে এই চিড়িয়াখানার জন্য একটি জলহস্তিকে আনা হয়েছে। যা আলিপুর চিড়িয়াখানায় রাখা হয়েছে এখানকার আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়ানোর জন্য।

ইতিমধ্যেই উত্তর পূর্ব ভারত থেকে এই চিড়িয়াখানার জন্য একটি জলহস্তিকে আনা হয়েছে। যা আলিপুর চিড়িয়াখানায় রাখা হয়েছে এখানকার আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়ানোর জন্য।

5 / 6
কলকাতার আলিপুর চিড়িয়াখানার কিছুটা বিকল্প স্বাদ যাতে নিউটাউনে পাওয়া যায় সেজন্য সবরকমের চেষ্টা করছে রাজ্যের বন দফতর ও হিডকো কর্তৃপক্ষ। ২০১৬ সালে নিউ টাউনের ইকোপার্ক লাগোয়া ৬ নম্বর গেটের পাশে একটি হরিণালয় তৈরি করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

কলকাতার আলিপুর চিড়িয়াখানার কিছুটা বিকল্প স্বাদ যাতে নিউটাউনে পাওয়া যায় সেজন্য সবরকমের চেষ্টা করছে রাজ্যের বন দফতর ও হিডকো কর্তৃপক্ষ। ২০১৬ সালে নিউ টাউনের ইকোপার্ক লাগোয়া ৬ নম্বর গেটের পাশে একটি হরিণালয় তৈরি করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

6 / 6
Follow Us: