Abhishek Banerjee: আরও ২৪ ঘণ্টা ধরনা চালিয়ে যেতে চেয়েছিলেন অভিষেক, কেন প্রত্যাহার করলেন জানেন?
Abhishek Banerjee: অভিষেক আশাবাদী রাজ্যপাল কিছু একটা বিহীত করবেন। তবে অভিষেক চাইছিলেন, আরও ২৪ ঘণ্টা ধরনা চালিয়ে যেতে। কারণ, অভিষেকের বক্তব্য, রাজ্যপাল বোস তাঁকে জানিয়েছেন ২৪ ঘণ্টার মধ্যে তিনি বিষয়টি নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা করবেন।
কলকাতা: রাজ্যপাল বোসের সঙ্গে সাক্ষাতের একশো দিনের কাজের বকেয়া টাকা আদায়ের ইস্যুতে বেশ কিছুটা আশাবাদী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাঁচ দিন ধরে চলতে থাকা লাগাতার ধরনাও প্রত্যাহার করে নিয়েছেন তিনি। তার আগে মঞ্চ থেকে বলেছেন, তিনি আশাবাদী রাজ্যপাল কিছু একটা বিহীত করবেন। তবে অভিষেক চাইছিলেন, আরও ২৪ ঘণ্টা ধরনা চালিয়ে যেতে। কারণ, অভিষেকের বক্তব্য, রাজ্যপাল বোস তাঁকে জানিয়েছেন ২৪ ঘণ্টার মধ্যে তিনি বিষয়টি নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা করবেন।
তবে রাজভবনের বৈঠকের পর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে অভিষেকের। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানালেন, দলনেত্রী ও দলের অন্যান্য বর্ষীয়ান নেতারা মনে করছেন যেহেতু রাজ্যপাল সৌজন্য দেখিয়েছেন, তাই রাজ্যের শাসক শিবিরেরও উচিত পাল্টা সৌজন্য দেখানো। সেই কারণেই রাজভবনের বাইরে পাঁচ দিন ধরে চলতে থাকা ধরনা প্রত্য়াহার করে নিচ্ছেন তিনি।
প্রসঙ্গত, অভিষেক ঘোষণা করেছিলেন রাজ্যপাল বোস তৃণমূলের প্রতিনিধিদলের সঙ্গে দেখা না করা পর্যন্ত তাঁদের অবস্থান কর্মসূচি চলবে। এদিন রাজভবনের বৈঠক শেষে আবারও ধরনা-অবস্থান মঞ্চে গিয়ে বসেন অভিষেকরা। সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সৌগত রায়, শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো বর্ষীয়ান নেতাদের সঙ্গে আলোচনা হয় অভিষেকের। এরপরই ধরনা অবস্থান তুলে নেওয়ার কথা ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বক্তব্য, রাজ্যপালকে কেন্দ্রের সঙ্গে কথা বলার জন্য তাঁরা দু’সপ্তাহ সময় দিয়েছেন। তবে রাজ্যপাল তাঁকে বলেছেন, দু’সপ্তাহ নয়, ২৪ ঘণ্টার মধ্যেই তিনি আলোচনা করবেন কেন্দ্রের সঙ্গে। পাঁচ দিনের ধরনা কর্মসূচি প্রত্যাহারের আগে অভিষেক বললেন, “তিনি যখন তৎপরতা দেখিয়েছেন, আমি আশা করছি উনি একটা বিহীত করবেন।”