TMC: এবার রাজ্যপালের বিরুদ্ধে কমিশনের দুয়ারে নালিশ তৃণমূলের, কী নিয়ে আপত্তি শাসকের
TMC: লোকসভা ভোটের আবহে রাজভবনে খোলা হয়েছে 'লোগ সভা পোর্টাল'। রাজভবন সূত্রে খবর, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের জন্যই এই পোর্টাল চালু করা হয়েছে। আর এই 'লোগ সভা পোর্টাল' ঘিরেই যত আপত্তি বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের। জানা যাচ্ছে, এই 'লোগ সভা পোর্টাল'-এর ইস্যুতেই রাজ্যপালের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জমা দিয়েছে ঘাসফুল শিবির।
কলকাতা: এবার নির্বাচন কমিশনের দুয়ারে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে নালিশ জানাল তৃণমূল কংগ্রেস। লোকসভা ভোটের আবহে রাজভবনে খোলা হয়েছে ‘লোগ সভা পোর্টাল’। রাজভবন সূত্রে খবর, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের জন্যই এই পোর্টাল চালু করা হয়েছে। আর এই ‘লোগ সভা পোর্টাল’ ঘিরেই যত আপত্তি বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের। জানা যাচ্ছে, এই ‘লোগ সভা পোর্টাল’-এর ইস্যুতেই রাজ্যপালের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জমা দিয়েছে ঘাসফুল শিবির। তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, সমান্তরাল নির্বাচনী ব্যবস্থা ঠেকাতে পদক্ষেপ করা হোক এবং জাতীয় নির্বাচন কমিশনের কাজে ও ক্ষমতায় হস্তক্ষেপ বন্ধ করা হোক।
উল্লেখ্য, এর আগে পঞ্চায়েত ভোট পর্বে যখন উত্তপ্ত হয়েছিল বাংলার রাজনীতির বাতাবরণ, তখনও গ্রাউন্ড জিরোয় নেমে পরিস্থিতি পর্যালোচনা করতে দেখা গিয়েছিল বাংলার সাংবিধানিক প্রধান সিভি আনন্দ বোসকে। পঞ্চায়েত ভোটের সময়েও তিনি রাজভবন থেকে চালু করেছিলেন একটি কন্ট্রোল রুম। রাজ্যপাল যার পোশাকি নাম দিয়েছিলেন পিস রুম। পঞ্চায়েত ভোটের আবহে রাজ্যে শান্তি-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সেই পিস রুমের ভূমিকা ছিল যথেষ্ট উল্লেখযোগ্য। রাজ্যের যে প্রান্ত থেকে যখনই অভিযোগ এসেছে পিস রুমে, সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ প্রশাসনকে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
পঞ্চায়েত ভোটের সময় সেই পিস রুমের পর এবারও রাজ্যপাল বোস জানিয়ে দিয়েছেন, লোকসভা ভোটে যাতে বাংলার কোথাও কোনও হিংসা বা অশান্তির পরিস্থিতি তৈরি না হয়, সেদিকে তাঁর সজাগ নজর থাকবে। শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করা যে প্রত্যেকের অধিকার, সেটাও স্মরণ করিয়ে দিয়েছেন রাজ্যপাল বোস।