TMC letter to Giriraj Singh: ‘দিল্লিতে নেই জানানোর পরও লোকসভায় হাজির গিরিরাজ’, কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি তৃণমূলের

TMC letter to Giriraj Singh: শুক্রবার গিরিরাজ সিং কে চিঠি দিয়েছেন তৃণমূলের লোকসভার দলনেতা তথা সাংসদ সুদীপ বন্দ্য়োপাধ্যায় ও রাজ্যসভায় তৃণমূলের দলনেতা তথা সাংসদ ডেরেক ও'ব্রায়েন।

TMC letter to Giriraj Singh: 'দিল্লিতে নেই জানানোর পরও লোকসভায় হাজির গিরিরাজ', কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি তৃণমূলের
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 07, 2023 | 6:00 PM

কলকাতা : কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং (Giriraj Singh)-এর সঙ্গে দেখা করতে মরিয়া তৃণমূল। সম্প্রতি তাঁর অফিসে গিয়েও দেখা না পেয়ে ফিরে আসতে হয়েছে তৃণমূল (TMC) সাংসদদের। জানানো হয়েছিল, ১৩ তারিখের পর দিল্লিতে ফিরবেন গিরিরাজ সিং। মন্ত্রী বিহারে গিয়েছেন এ কথা শুনেই ফিরে গিয়েছিলেন তৃণমূল সাংসদেরা। তবে শুক্রবারই নাকি তাঁকে দেখা গিয়েছে সংসদ ভবনে। আর তা নিয়েই ক্ষোভ প্রকাশ করে গিরিরাজকে চিঠি দিল তৃণমূল নেতৃত্ব। শুক্রবার গিরিরাজ সিং কে চিঠি দিয়েছেন তৃণমূলের লোকসভার দলনেতা তথা সাংসদ সুদীপ বন্দ্য়োপাধ্যায় ও রাজ্যসভায় তৃণমূলের দলনেতা তথা সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তাঁদের বিভ্রান্ত করা হয়েছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল।

বৃহস্পতিবারও তৃণমূলের তরফে গিরিরাজকে একটি চিঠি দেওয়া হয়েছিল। ১৩ এপ্রিলের পর যখন মন্ত্রী ফিরবেন, তখন যাতে দ্রুত একটি দিন স্থির করা হয় বৈঠকে বসার জন্য, সেই আবেদন জানানো হয়েছিল তৃণমূলের তরফে। শুক্রবার ফের একটি চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে তৃণমূলের তরফে লেখা হয়েছে, ‘আমাদের বলা হয়েছিল ১৩ তারিখের পর ফিরবেন গ্রামোন্নয়ন মন্ত্রী। কিন্তু আমাদের সাংসদেরা মন্ত্রীকে লোকসভায় দেখেছেন। জানা গিয়েছে, তিনি দিল্লি ছেড়ে যাননি। এভাবে একজন কেন্দ্রীয় মন্ত্রীর দফতর থেকে কীভাবে ভুল তথ্য দেওয়া হল? তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল নেতৃত্ব। এই ঘটনা অনৈতিক বলেও উল্লেখ করা হয়েছে।

মূলত ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রের সঙ্গে সংঘাত রাজ্যের। কেন টাকা আটকে দেওয়া হয়েছে, তা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে তৃণমূল। সম্প্রতি এই ইস্যু নিয়ে দিল্লি গিয়েছিলেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর নেতৃত্বেরই একটি প্রতিনিতধি দল গিয়েছিল গিরিরাজ সিং-এর সঙ্গে দেখা করতে। কিন্তু দেখা না পেয়ে ফিরে আসতে হয় তাঁদের।