Nabajoyar Radio: এবার ‘রেডিয়ো নবজোয়ার’, জনসংযোগে নতুন হাতিয়ার তৃণমূলের
Abhishek Bnaerjee: গ্রাম-বাংলার মানুষের সঙ্গে সংযোগ আরও নিবিড় করতে আরও এক পদক্ষেপ করছে রাজ্যের শাসকদল। এবার তাদের হাতিয়ার রেডিয়ো। যে রেডিয়োতে প্রতি মাসের শেষ রবিবার দেশের মানুষের সঙ্গে মনের কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
কলকাতা: গ্রাম-বাংলার মানুষের আরও কাছে পৌঁছনোর লক্ষ্য। ২ মাসের ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জেলায় জেলায় যাচ্ছেন। সভা করছেন। সাধারণ মানুষের কথা শুনছেন। নবজোয়ার জনজোয়ারে পরিণত হয়েছে বলে দাবি তৃণমূলের। অভিষেক নিজেও বলছেন, নবজোয়ারে বেরিয়ে শিকড়ের সন্ধান পেয়েছেন। এই পরিস্থিতিতে গ্রাম-বাংলার মানুষের সঙ্গে সংযোগ আরও নিবিড় করতে আরও এক পদক্ষেপ করছে রাজ্যের শাসকদল। এবার তাদের হাতিয়ার রেডিয়ো। যে রেডিয়োতে প্রতি মাসের শেষ রবিবার দেশের মানুষের সঙ্গে মনের কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে ‘তৃণমূলে জনজোয়ার’ কর্মসূচিকে ঘিরে শাসকদলের মধ্যে নতুন উন্মাদনা দেখা গিয়েছে। শাসকদলের বক্তব্য, অভিষেক যেখানেই যাচ্ছেন, সাধারণ মানুষ তাঁকে স্বাগত জানাতে ভিড় করছেন। অভিষেক নিজেও বলছেন, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততা দেখে তিনি অভিভূত।
আর এই নবজোয়ার কর্মসূচিকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে রেডিয়োকে ব্যবহার করতে চলেছে তৃণমূল। শুরু হচ্ছে ‘রেডিয়ো নবজোয়ার’। পডকাস্টের মাধ্যমে এই নতুন কর্মসূচি শুরু হবে। এই কর্মসূচিতে অংশ নেবেন দলের প্রথম সারির প্রায় সব নেতা। তৃণমূলের তরফে এদিন রেডিয়ো নবজোয়ার বলে ৪৯ সেকেন্ডের একটি পডকাস্ট সোশ্যাল মিডিয়ায় ছাড়া হয়েছে। জানা গিয়েছে, এই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরা হবে। সেই প্রকল্পগুলির সুবিধা সাধারণ মানুষ কীভাবে পাবেন, তাও জানানো হবে।
একইসঙ্গে তৃণমূলের তরফে জানা গিয়েছে, এই কর্মসূচিতে গ্রাম বাংলার লুকিয়ে থাকা প্রতিভাকে সামনে আনা হবে। গ্রামের কেউ হয়ত ভাল গান করেন। কিন্তু, তেমন সুযোগ পাননি। আবার কোনও জায়গার বিশেষ কোনও জিনিস, যা বাংলার জনগণ তেমনভাবে জানতে পারেনি। এই কর্মসূচির মাধ্যমে তা তুলে ধরা হবে।
রাজ্যের শাসকদলের দাবি, এমন কর্মসূচি এর আগে কোনও রাজনৈতিক দল নেয়নি। পঞ্চায়েতের আগে এই কর্মসূচি তৃণমূলের পালে আরও হাওয়া আনতে পারে কি না, সেটাই এখন দেখার।