Kunal Ghosh: ‘রাত থাকলে ভোরও আসবে’, আন্দোলনকারী ডাক্তারদের পাশে দাঁড়ালেন কুণাল

Kunal Ghosh: এক ভিডিয়ো বার্তায় কুণাল ঘোষ বলেন, "সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছেন। দুর্নীতির অভিযোগে ধরা হয়েছে। তদন্ত যা হওয়ার হোক। যদি দুর্নীতির অভিযোগের সারবত্তা থাকে উচ্ছন্নে যাক। এ নিয়ে কোনও বক্তব্য নেই। তবে সিবিআইয়ের কাছে অনুরোধ, আসল ঘটনাটা অর্থাৎ খুন-ধর্ষণ।"

Kunal Ghosh: 'রাত থাকলে ভোরও আসবে', আন্দোলনকারী ডাক্তারদের পাশে দাঁড়ালেন কুণাল
কুণাল ঘোষ,তৃণমূল নেতাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 03, 2024 | 1:32 PM

কলকাতা: চিকিৎসকদের রাতভর আন্দোলনকে সমর্থন জানালেন কুণাল ঘোষ। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন এই তৃণমূল নেতা। লেখেন, ‘রাত থাকলে ভোরও আসবে। সমর্থন।’ একইসঙ্গে কুণালের বক্তব্য, সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছেন দুর্নীতির অভিযোগে। কিন্তু মূল খুন ধর্ষণের তদন্তের কী হল? কী করছে সিবিআই?

এক ভিডিয়ো বার্তায় কুণাল ঘোষ বলেন, “সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছেন। দুর্নীতির অভিযোগে ধরা হয়েছে। তদন্ত যা হওয়ার হোক। যদি দুর্নীতির অভিযোগের সারবত্তা থাকে উচ্ছন্নে যাক। এ নিয়ে কোনও বক্তব্য নেই। তবে সিবিআইয়ের কাছে অনুরোধ, আসল ঘটনাটা অর্থাৎ খুন-ধর্ষণ। মেয়েটার উপর অত্যাচারের তদন্ত কোন জায়গায় দাঁড়িয়ে? একমাত্র গ্রেফতারও তো কলকাতা পুলিশ করেছে। সিবিআইয়ের কোনও গ্রেফতারও নেই, পদক্ষেপও নেই। দুর্নীতির মামলা নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু ধর্ষণ-খুনের ঘটনায় ছেলেটি একা ছিল নাকি কোনও চক্র ছিল সে আপডেটটা তো দিতে হবে।”

কুণালের বক্তব্য, বিচার যত দেরি হবে, তত ন্য়ায্য প্রতিবাদ বাড়বে। প্রসঙ্গত, সোমবার লালবাজার অভিযানের ডাক দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। কিন্তু লালবাজারের বহু আগে পুলিশি ব্যারিকেডে তাঁরা বাধা পান। বিবি গাঙ্গুলি স্ট্রিটে বসে পড়েন। রাত পার করে আজ মঙ্গলবারও রাস্তাতেই বসে তাঁরা।

এদিনও অ্যাডিশনাল সিপি চিকিৎসকদের সঙ্গে কথা বলতে আসেন। আন্দোলনকারীদের তরফে কিঞ্জল নন্দা বলেন, “তিনটি জিনিস বলেছি আমরা। হয় আমাদের মিছিলটা এগোতে দিন। তা না পারলে সিপি স্যর এখানে আসুন। ওনাকে ডেপুটেশনটা দেব। উনি নিয়ে চলে যাবেন। না হলে উনি লালবাজার থেকেই পদত্যাগ করুন। এক মিনিটের মধ্যে সব গুছিয়ে চলে যাব। উনি এলে আমরা মানববন্ধন করে দাঁড়িয়ে থাকব।”